বেঙ্গালুরু: ঝোড়ো শুরুটা করেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। সঙ্গী ফাফ ডুপ্লেসি। মাত্র ৪.৪ ওভারে ৪২ রান তুলে ফেলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ১৬ বলে ২২ রান করে ডুপ্লেসি ফিরলেও, মহীপাল লোমরর এসে বিরাটের সঙ্গে ধ্বংসলীলায় যোগ দেন। ৩৪ বলে ৫০ রান করে কোহলি যখন ফিরছেন, আরসিবির স্কোর ১০.১ ওভারে ৮৯/২। ওভার প্রতি প্রায় ৯ রান করে উঠছে। প্রোজেক্টেড স্কোর দেখাচ্ছে, দুশো তুলে ফেলাও সম্ভব।
সেখান থেকে প্রত্যাঘাত করল দিল্লি ক্যাপিটালস। কুলদীপ যাদব, অক্ষর পটেল, মিচেল মার্শ, ললিত যাদব - দিল্লির সব বোলাররাই আঁটসাঁট বোলিং করেন। যাঁদের সামনে থমকে গেল আরসিবি। ১৭৪/৬ স্কোরে আটকে গেল আরসিবি। ম্যাচ জিততে ১৭৪ রান করতে হবে ডেভিড ওয়ার্নারদের। টুর্নামেন্টের প্রথম জয়ের মুখ দেখবে দিল্লি?
আইপিএলে ব্যাট হাতে বিরাট কোহলির (Virat Kohli) তাণ্ডব চলছে। শনিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের (DC) বিরুদ্ধে ফের ব্যাট হাতে জ্বলে উঠলেন কোহলি। মাত্র ৩৩ বলে পূর্ণ করলেন হাফসেঞ্চুরি। স্মরণীয় হয়ে রইল হাফসেঞ্চুরির পর তাঁর সেলিব্রেশনও। হাত দিয়ে বুক ঠুকে হুঙ্কার করতে দেখা গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকাকে। মাঠের যে আগ্রাসনের জন্য কোহলি বিখ্যাত। ভক্তরাও চান, সাফল্যের পর এভাবেই উৎসব করুন কোহলি। তাতে যে গোটা দলের মনোবল এক ধাক্কায় বেড়ে যায়।
শেষ পর্যন্ত ৩৪ বলে ৫০ রান করে আউট হলেন কোহলি। তাঁর ইনিংসে রয়েছে ৬টি চার ও একটি বিশাল ছক্কা। আইপিএলে এটি কোহলির ৪৭তম হাফসেঞ্চুরি। সঙ্গে রয়েছে ৫টি সেঞ্চুরিও।
চলতি আইপিএলে (IPL 2023) দুরন্ত ছন্দে রয়েছেন কোহলি। মুম্ব ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচেই অপরাজিত ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন দিল্লির তারকা। ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ছন্দে ছিলেন। তবে বড় রান পাননি। ১৮ বলে ২১ রান করে আউট হয়ে গিয়েছিলেন। তবে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তার পরের ম্যাচে ফের ব্যাট হাতে জ্বলে ওঠেন। ফের হাফসেঞ্চুরি করেন তিনি। সেই ম্যাচে ৬১ রানে আউট হন কোহলি। শনিবার ফের হাফসেঞ্চুরি। চলতি আইপিএলে তৃতীয় হাফসেঞ্চুরি। মাত্র ৪ ম্যাচে। আইপিএলের সর্বোচ্চ স্কোরার হওয়ার দৌড়েও রয়েছেন তিনি।
আরও পড়ুন: চিংড়ির মালাইকারি, ভেটকি পাতুরি, মিষ্টি দই, নববর্ষে কেকেআর শিবিরের মেন্যুতে কী?