মোহালি: অধিনায়ক হিসেবে দীর্ঘ ২ বছর পর আইপিএলে মাঠে নেমেছিলেন। আর নেমেই জয়ও ছিনিয়ে নিলেন কিংগ কোহলি। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এদিন খেলতে নেমেছিল আরসিবি। সেই ম্যাচেই বিরাটের নেতৃত্বে ২৪ রানে পাঞ্জাবকে হারিয়ে দিল তারা। পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে উঠে এল আরসিবি। ১৭৫ রান তাড়া করতে নেমে ১৫০ রানে অল আউট হয়ে গেল পাঞ্জাব কিংস। ব্যাট হাতে অর্ধশতরান হাঁকিয়েছিলেন ডু প্লেস ও বিরাট। বল হাতে একাই ৪ উইকেট নিলেন সিরাজ।
সিরাজের বিধ্বংসী বোলিং
রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারানো শুরু করে পাঞ্জাব শিবির। চোটের জন্য ধবন এদিন না থাকায় ওপেনিংয়ে অথর্ব তাইডে ও প্রভসিমরন নেমেছিলেন। তবে অথর্ব মাত্র ৪ রান করে ফিরে যান। ম্যাথু শর্ট ৮ রান করে ফেরেন। পাঞ্জাব শিবিরের তারকা অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনের ব্য়াটও এদিন চলল না। মাত্র ২ রান করে ফেরেন তিনি। স্য়াম কারান ১০ রান করে রান আউট হয়ে ফেরেন। লোয়ার অর্ডারে কিছুটা চেষ্টা করেছিলেন জিতেশ শর্মা। তিনি ২৭ বলে ঝোড়ো ৪১ রানের ইনিংস খেলেন। ২ টো বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান তিনি। তবে যোগ্য সঙ্গ না পাওয়ায় ম্যাচ বাঁচাতে পারেননি তিনি।
আরসিবি বোলারদের মধ্যে ৪ ওভারে ২১ রান খরচ করে ৪ উইকেট একাই তুলে নেন। ২ উইকেট নেন হাসারাঙ্গা। একটি করে উইকেট নেন পার্নেল ও হর্ষল পটেল।
ব্য়াট হাতে অর্ধশতরান বিরাট-ডু প্লেসির
সেঞ্চুরি পার্টনারশিপ ফাফ-বিরাটের, পাঞ্জাবের বিরুদ্ধে আরসিবি বোর্ডে তুলল ১৭৪/৪। অর্ধশতরান হাঁকালেন বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসি। এদিনের ম্যাচে আরসিবির নেতৃত্বে ফিরলেন বিরাট কোহলি। অন্যদিকে পাঞ্জাব কিংসের নেতৃত্বে দেখা গেল স্যাম কারানকে। এদিন টস জেতে পাঞ্জাব। শিখর ধবনের বদলে এদিন নেতৃত্বভার সামলাচ্ছেন স্যাম কারান। চোটের জন্য এই ম্যাচে খেলছেন না দিল্লির বাঁহাতি ওপেনার। অন্যদিকে পাঁজরে চোটের জন্য এদিন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে শুধুমাত্র ব্য়াটিং করতে নেমেছিলেন ডু প্লেসি। তিনি ফিল্ডিং করবেন না আগেই জানিয়ে দিয়েছিলেন। তবে ব্যাট হাতে ফাফকে আটকানো গেল না এদিনও। অরেঞ্জ ক্য়াপের দৌড়ে শীর্ষেই ছিলেন। এদিন ৮৪ রানের ঝকঝকে ইনিংস খেললেন তিনি। আরও এগিয়ে গেলেন নিজের প্রতিদ্বন্দ্বীদের থেকে। এদিন ওপেনিংয়ে নেমে বিরাটের সঙ্গে জুটি বেঁধে ১০০ রানের পার্টনারশিপ গড়েন ফাফ। ৪৭ বলে ৫৯ রানের ইনিংস খেলেন বিরাট। নিজের ইনিংসে কিংগ কোহলি ৫টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান। ফাফ তাঁর ৫৬ বলের ইনিংসে ৫টি বাউন্ডারি ও সংসংখ্যক ছক্কা হাঁকান। ম্যাক্সওয়েল এদিন খাতাই খুলতে পারেননি। মাত্র ৭ রান করেন দীনেশ কার্তিক। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান বোর্ডে তুলে নেয় বিরাট বাহিনী। পাঞ্জাব কিংস বোলারদের মধ্যে ২ উইকেট নেন হরপ্রীত ব্রার। ১টি করে উইকেট নেন অর্শদীপ সিংহ ও নাথান এলিস।