হায়দরাবাদ: একেই যেন বলে ইটের জবাব পাটকেলে দেওয়া।


ম্যাচের প্রথমার্ধে ঝকঝকে সেঞ্চুরি করে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ভদ্রস্থ জায়গায় নিয়ে গিয়েছিলেন হেনরিক ক্লাসেন। ছয় হাঁকিয়ে সেঞ্চুরি সম্পূর্ণ করেছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা।


জবাব দিলেন বিরাট কোহলি। ছক্কা মেরে তিনিও সেঞ্চুরি সম্পূর্ণ করলেন। ৬৩ বলে ১০০ রান করে আউট হলেন কিংগ কোহলি। হায়দরাবাদের ১৮৬/৫ স্কোর মাত্র ২ উইকেট হারিয়ে তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৪ বল বাকি থাকতে এল জয়। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট হয়ে গেল আরসিবির। চাপ বাড়ল কলকাতা নাইট রাইডার্সের। রান রেটে অনেকটা এগিয়ে গেল আরসিবি। প্লে অফের দৌড়েও ভালমতোই রইলেন কোহলিরা।


ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই বলা হচ্ছিল, হারানোর কিছু নেই বলে বিপজ্জনক হয়ে উঠতে পারে সানরাইজার্স হায়দরাবাদ (SRH vs RCB)। পয়েন্ট টেবিলের তলানিতে থাকলেও, অনেকে বলছিলেন, নিজামের শহরের বিরুদ্ধে কঠিন পরীক্ষার মুখে পড়তে হতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে।


যদিও বৃহস্পতিবার হায়দরাবাদের উপ্পলে, রাজীব গাঁধী আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরুটা হয়েছিল সম্পূর্ণ অন্যরকমভাবে। প্রথমে ব্যাটিং করতে নেমে ধীর লয়ে এগচ্ছিল সানরাইজার্স হায়দরাবাদের ইনিংস। ১৪ বলে ১১ রান করে অভিষেক শর্মা যখন ফেরেন, ৪.১ ওভারে হায়দরাবাদের রান মাত্র ২৭। ঘাতক বোলারের নাম মাইকেল ব্রেসওয়েল। ওই একই ওভারে ব্রেসওয়েল ফিরিয়ে দেন অপর ওপেনার রাহুল ত্রিপাঠিকেও। ১২ বলে মাত্র ১৫ রান করে ফেরেন রাহুল। ২৮/২ হয়ে যায় হায়দরাবাদ।


দুই উইকেট পড়ে যাওয়ার পর প্রতিরোধ গড়ে তুললেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক এইডেন মারক্রাম। সঙ্গী হেনরিক ক্লাসেন। তবে ২০ বলে ১৮ রান করে বাংলার শাহবাজ আমেদের বলে ফেরেন মারক্রাম। তৃতীয় উইকেটে ততক্ষণে ৭৬ রান যোগ হয়ে গিয়েছে। মারক্রাম ফিরতে আরও বিধ্বংসী রূপ নেন ক্লাসেন। হর্ষল পটেলকে ছক্কা মেরে মাত্র ৪৯ বলে সেঞ্চুরি করেন হেনরিক ক্লাসেন। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। ৫১ বলে ১০৪ রান করে ফেরেন ক্লাসেন। ৮টি চার ও ৬টি ছক্কা মেরেছেন ক্লাসেন।


তাঁকে সঙ্গত করেন হ্যারি ব্রুক। ইডেনে কেকেআরের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। কিন্তু তারপর থেকেই নীরব তাঁর ব্যাট। এদিন ১৯ বলে ২৭ রান করলেন। ২টি চার ও একটি ছক্কা মেরেছেন তিনি। আরসিবির সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেয় হায়দরাবাদ। প্রথমে ব্যাট করে তুলেছিল ১৮৬/৫। 


যদিও সেই রান অনায়াসে তুলে দিল আরসিবি। ম্যাচের আগে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার টম মুডি বলেছিলেন, যে দলে কোহলির মতো ক্রিকেটার রয়েছে, তারা ভাল জায়গায় থাকবেই। এ-ও বলেছিলেন যে, কোহলি দলকে প্লে অফে তুলতে নিজেকে উজাড় করে দেবেন। ম্যাচে দেখা গেল, ভুল বলেননি মুডি।


১২ চার ও ৪ ছক্কায় হায়দরাবাদ বোলিংকে ধ্বংস করলেন কোহলি। তাঁকে সঙ্গত করলেন ফাফ ডুপ্লেসি। ৪৭ বলে ৭১ রান করলেন তিনি। ওপেনিং জুটিতে ১৭.৫ ওভারে ১৭২ রান যোগ করে আরসিবি। কোহলি ও ডুপ্লেসি পরপর ফিরলেও, ম্যাচ তখন হাতের মুঠোয়।


আরও পড়ুন: সরু সুতোয় ঝুলছে ভাগ্য, তবু প্লে অফে চলে যেতে পারে কেকেআর, কীভাবে?


আরও পড়ুন: প্রচণ্ড গরম থেকে শরীরকে বাঁচাতে পাতে রাখুন এই খাবারগুলি