আমদাবাদ: লক্ষ্য ছিল চিরপ্রতিদ্বন্দ্বী চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফাইনালে ওঠা। তবে শুভমন গিলের (Shubman Gill) দাপুটে ১২৯ রানের গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কার্যত উড়ে গেল মুম্বই ইন্ডিয়ান্স (Gujarat Titans vs Mumbai Indians)। ৬২ রানের বড় ব্যবধানে পরাজিত হয়ে এবারের আইপিএল সফর শেষ হল পল্টনদের। ম্যাচ হেরে গুজরাত টাইটান্স এবং বিশেষত শুভমন গিলকে প্রশংসায় ভরিয়ে দিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। 


ব্যর্থ পরিকল্পনা 


ম্যাচ হারের পর রোহিত বলেন, 'উইকেটটা ভালই ছিল। শুভমন ভাল ব্যাটিং করেছে। প্রথমার্ধের পরেও আমরা ইতিবাচক মনোভাব নিয়েই মাঠে নেমেছিলাম এবং ম্য়াচে শেষ পর্যন্ত লড়াই করতে চেয়েছিলাম। গ্রিনি (ক্যামেরন গ্রিন) ও সূর্য (সূর্যকুমার যাদব) ভালই ব্যাট করছিল, কিন্তু আমরা তারপর আর সেই গতিটা ধরে রাখতে পারিনি। এমন একটা মাঠে যেখানে বাউন্ডারির দৈর্ঘ্য ছোট, পিচ ভাল, সেখানে গুজরাতের মতো আমাদেরও যদি শেষ পর্যন্ত কেউ খেলতে, তাহলে একটা সুযোগ তৈরি হলেও, হতে পারত। দিনের গুজরাতকে বাহবা দিতেই হচ্ছে। (ঈশান) কিষাণের চোটটা আমাদের অতর্কিতে ঘটে। শেষ মুহূর্তে তাই বদলও ঘটাতে হয়। তবে ভিন্ন ভিন্ন পরিবেশ, পরিস্থিতিতে আমাদের মানিয়ে নেওয়াই কাজ। বিষ্ণুকে (বিনোদ) উপরের দিকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্তটা আমার ছিল, তবে সেই পরিকল্পনাটা কাজে দেয়নি।'


 



 


শুভমনের প্রশংসায় রোহিত


টুর্নামেন্টের তৃতীয় শতরান হাঁকিয়ে ফেলেছেন শুভমন গিল। তিনি বর্তমানে এক মরসুমে আইপিএলের সর্বকালের চতুর্থ সর্বোচ্চ রান করে ফেলেছেন। আইপিএলের আর এক ম্যাচ বাকি রয়েছে। তারপরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেখানে কিন্তু আবার শুভমন রোহিতের প্রতিপক্ষ নন, বরং তাঁর ওপেনিং পার্টনার। সেই কথা মাথায় রেখেই সম্ভবত এই ম্যাচে পরাজিত হলেও, শুভমনের পারফরম্যান্সে খুশি রোহিত। 'আমাদের গত ম্যাচের পারফরম্যান্সটা দারুণ ছিল। তবে আমরা একা নয়, এখানে সব দলের বোলাররাই মুশকিলে পড়েছে। এখানে শুভমনের বাহবা প্রাপ্য। আশা করছি ও নিজের এই ফর্মটা ধরে রাখতে পারবে।' বলেন মুম্বই ইন্ডিয়ান্স তথা ভারতীয় অধিনায়ক।


আরও পড়ুন: ডায়াবেটিস-সহ একাধিক কঠিন রোগ প্রতিরোধ করতে পারে, রোজ পাতে রাখুন ১টি কাঁচা পেঁয়াজ