আমদাবাদ: আইপিএলের (IPL 2023) ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক। এখনও পর্যন্ত তাঁর নেতৃত্বেই মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) পাঁচবার আইপিএল খেতাব ঘরে তুলেছে। এবার আরও একবার ট্রফি জয়ের হাতছানি। আর মাত্র ২ টো ম্যাচ। আর তা জিতলেই রোহিত শর্মা (Rohit Sharma) অধিনায়ক হিসেবে হাফ ডজন বার চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়ে ফেলবেন। রোহিতের ক্যাপ্টেন্সির প্রশংসায় এবার ইরফান পাঠান। প্রাক্তন এই বাঁহাতি তারকা পেসার মনে করেন যে রোহিতের ক্যাপ্টেন্সির অবদান অনেকটাই রয়েছে মুম্বইয়ের কোয়ালিফায়ারে পৌঁছোনোর ক্ষেত্রে।
কী বলছেন ইরফান পাঠান?
সম্প্রচারকারী চ্য়ানেলের হয়ে এক সাক্ষাৎকারে পাঠান বলেন, ''রোহিত শর্মা আরও একবার অধিনায়ক হিসেবে দুর্দান্ত একটা মরসুম কাটিয়ে ফেলল। টুর্নামেন্টের শুরুর দিকে ওকে কিছু সমস্যার মুখে পড়তে হয়েছিল। যশপ্রীত বুমরা চোটের জন্য ছিটকে গিয়েছিল। জোফ্রা আর্চার ফর্ম ও ফিটনেস ইস্যুতে ভুগছিলেন। কিন্তু সেখান থেকে দারুণভাবে সামলে নিয়েছে রোহিত। প্রথমে দলকে এলিমিনেটরে তুলেছে। এরপর কোয়ালিফায়ারেও নিয়ে গেল। আশা করি আগামী ২ ম্য়াচেও সাফল্য পাবে।'' পাঠান আরও বলেন, ''রোহিত এর আগেও অনেক ম্য়াচে নিজের মাথা খাটিয়ে দলকে পরিচালনা করেছে। পেশাদার অধিনায়ক হিসেবে বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নিতে ওস্তাদ ও। চলতি আইপিএলেও এরকম কিছু পরিস্থিতিতে রোহিতকে দুর্দান্ত কিছু সিদ্ধান্ত নিতে দেখা গিয়েছে।''
আগামীকাল কোয়ালিফায়ারে গুজরাতের বিরুদ্ধে খেলতে নামবে মুম্বই। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে মোট ৩ বার মুম্বই ও গুজরাত মুখোমুখি হয়েছে একে অপরের সঙ্গে। তার মধ্যে ২ বার জয় ছিনিয়ে নিয়েছে মুম্বই শিবির। একবার জিতেছে হার্দিক পাণ্ড্যর দল। নরেন্দ্র মোদি আন্তর্জাতিক স্টেডিয়ামে আইপিএলের ইতিহাসে মোট ২৫টি ম্যাচ হয়েছে। তার মধ্যে ১৩টি ম্যাচ জিতেছে রান তাড়া করতে নামা দল। অন্যদিকে ১২টি ম্যাচ জিতেছে প্রথমে ব্য়াটিং করা দল।
এই মাঠে আইপিএলে এখনও পর্যন্ত ৮টি ম্য়াচ খেলেছে গুজরাত টাইটান্স। তার মধ্যে পাঁচবার জয় ছিনিয়ে নিয়েছে হার্দিক পাণ্ড্যর দল। ৩ বার হারতে হয়েছে গুজরাত টাইটান্স। মুম্বই ইন্ডিয়ান্স এই মাঠে মোট ৩টি ম্যাচ খেলেছে। তার মধ্যে ২বার হেরেছে রোহিত শর্মার দল। ১ বার হারতে হয়েছে মুম্বই শিবির।
এর আগে হার্দিক পাণ্ড্যর দল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হেরে গিয়েছিল প্রথম কোয়ালিফায়ারে। অন্য়দিকে এলিমিনেটরে লখনউকে হারিয়ে দিয়েছিল রোহিতের দল।