Kolkata Municipal Corporation Jobs: কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে (KMC) স্বাস্থ্য বিভাগে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগের মাধ্যমে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট নেবে কর্তৃপক্ষ। ANM ও  GNM ডিগ্রিধারীদের জন্য এটি একটি বড় সুযোগ। মনে রাখবেন, চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ।

KMC Recruitment 2023: কবে থেকে শুরু নিয়োগ প্রক্রিয়া ?এই নিয়োগ পদ্ধতি 31.03.2023 তারিখে শুরু হবে চলবে 08.04.2023 তারিখ পর্যন্ত। এই চাকরির জন্য  বয়সসীমা 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। বিজ্ঞপ্তি অনুসারে মোট 30 টি শূন্যপদে হবে চাকরি। প্রার্থীরা মাসিক পারিশ্রমিক হিসেবে 13,000 টাকা পাবেন। প্রার্থীদের ভারতীয় নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত যেকোনও ইনস্টিটিউট থেকে ANM বা GNM উত্তীর্ণ হতে হবে। এই কাজে পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন পেতে হবে চাকরিপ্রার্থীকে। 

কার অধীনে নিয়োগ: কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনপদ: কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টযোগ্যতার মানদণ্ড (অ্যাকাডেমিক): ANM বা GNMবয়স সীমা: ২১ থেকে ৪০স্কোরিং স্কেল: ANM ও GNM এর মার্কস অনুযায়ীবেতন স্কেল: ১৩,০০০নির্বাচনের পদ্ধতি: মৌলিক যোগ্যতায় প্রাপ্ত মার্কসের ওপর নির্ভর করে নিয়োগ।আবেদন জমা দেওয়ার শুরুর তারিখ: 31.03.2023আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: 08.04.2023

শিক্ষাগত যোগ্যতা:প্রার্থীদের ভারতীয় নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত যেকোনও ইনস্টিটিউট থেকে ANM সম্পূর্ণ করতে হবে। পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের সাথে নিবন্ধিত হতে হবে।আবেদনকারীকে অবশ্যই সেই জেলার হতে হবে যেখানে শূন্যপদ রয়েছে। প্রার্থীদের ভারতীয় নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত যেকোনও ইনস্টিটিউট থেকে GNM সম্পন্ন করতে হবে। পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের সঙ্গে রেজিস্টার্ড হতে হবে।

বিভাগ অনুযায়ী শূন্যপদক্যাটাগরি শূন্যপদঅসংরক্ষিত 13অসংরক্ষিত (প্রাক্তন সৈনিক) 01অসংরক্ষিত (PwD) 01এসসি 06এসসি (প্রাক্তন সৈনিক) 01ST 02ওবিসি-ক্যাটাগরি-এ 03ওবিসি-বিভাগ-বি 03মোট 30টি

KMC কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ 2023-এর জন্য কীভাবে আবেদন করবেন?আবেদনকারীদের এই পদের জন্য আবেদন করতে নিচের ধাপগুলি অনুসরণ করতে হবে।

1: প্রথমে KMC -এর অফিসিয়াল ওয়েবসাইট দেখুন

2: এবার বিজ্ঞপ্তি অপশনে যান

3: নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

4: বিজ্ঞপ্তির বিপরীতে দেখানো রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করুন।

 5: লগইন আইডি ও পাসওয়ার্ড জমা করুন ও KMC নিয়োগ 2023 ফর্মটি পূরণ করুন।

7:  সব জমা দেওয়ার পরে KMC নিয়োগের আবেদনপত্রের একটি প্রিন্টআউট নিয়ে রাখুন।

 

আরও পড়ুন : Saving Scheme Rate Hike: স্বল্প সঞ্চয়ে সুদের হার বাড়াল সরকার, সুকন্যা সমৃদ্ধি যোজনায় পাবেন ৮ শতাংশ সুদ


Education Loan Information:

Calculate Education Loan EMI