নয়াদিল্লি: পরপর পাঁচ ম্যাচে পরাজয়ের পর অবশেষে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে মরসুমের প্রথম ম্যাচ জিতেছে দিল্লি ক্যাপিটালস। লক্ষ্য মাত্র ১২৮ হলেও, দিল্লিকে কিন্তু এই লক্ষ্যে পৌঁছতে বেশ খাটা খাটনি করতে হয়েছে। অল্প রানের লক্ষ্য হলেও, কেকেআরর স্পিনারদের দাপটে দিল্লি কিন্তু একসময় বিরাট চাপে পড়ে গিয়েছিল। শেষমেশ কোনওক্রমে চার বল বাকি থাকতে চার উইকেটে কেকেআরকে হারায় রাজধানীর ফ্র্যাঞ্চাইজি।


ভাগ্য সহায়


দলের জয় পেলেও দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, দলের ব্যাটিংয়ে এখনও আরও অনেক উন্নতির প্রয়োজন। তাঁর মতে এই ম্য়াচে দিল্লির ভাগ্য কিছুটা সহায়ই ছিল। তিনি ম্যাচ শেষে বলেন, 'আজকে ভাগ্য আমাদের পক্ষে ছিল। আমরা তো এ মরসুমে এর আগেও ভাল বল করেছি। সমস্যাটা বোলিংয়ে নয়, ব্যাটিংয়ে। আমাদের নিজেদের পারফরম্যান্স বিচার বিবেচনা করে কীভাবে আরও উন্নতি করতে পারব, সেই নিয়ে আলোচনায় বসতে হবে। স্পিনাররা আজকে কিন্তু ভালই বল করেছে। আমাদের ব্যাটিংটা যে আরও ভাল করতে হবে, তা বলার অপেক্ষা রাখে না।'


সৌরভ জানান দিল্লি ম্যানেজমেন্ট দলের ক্রিকেটারদের সঙ্গে কাজ করে তাঁদের ফর্মে ফেরাতে তৎপর। 'আমরা দলের ক্রিকেটারদের সঙ্গে কাজ করে, তাদের ফর্মে ফেরাতে বদ্ধপরিকর। অতীতে তো পৃথ্বী, মণীশ, মিচেল মার্শরা নিজেদের দলের হয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন। ভবিষ্যতে আবারও ওরা ভাল পারফর্ম করবে। আমরা এরপর হায়দরাবাদ উড়ে যাব। আশা করছি ওখানে ভাল ব্যাটিং উইকেট পাব। হায়দরাবাদের উইকেট সাধারণত ব্যাটিং সহায়কই হয়।' মত সৌরভের।


কোটলায় তারকার ছড়াছড়ি


ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে মুখোমুখি দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ও কলকাতা নাইট রাইডার্স (kolkata Knight Riders)। বৃষ্টির কারণে ম্যাচ কিছুটা দেরি করে শুরু হলেও তাতে খামতি হয়নি দর্শকদের উত্তেজনার। আর কেকেআর আর দিল্লি ক্যাপিটালসের এই দ্বৈরথে দর্শকাসনে হাজির রইলেন সোনম কপূর (Sonam Kapoor)। তিনি একা নন, সঙ্গী হলেন স্বামী আনন্দ আহুজা (Anand Ahuja)-ও। শুধু তাই নয়, সোনমের পাশে দেখা গেল অ্যাপেলের সিইও টিম কুককে (Apple CEO Team Cook)। হলুদ শাড়িতে দর্শকাসনে হাজির ছিলেন সোনম। সঙ্গে নিয়েছিলেন মানানসই হলুদ চাদর। কালো ফরম্যালে হাজির ছিলেন আনন্দও। ক্যামেরা তাঁদের দিকে তাক করতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকেরা। 


আরও পড়ুন: দক্ষিণী ডার্বিতে মুখোমুখি সানরাইজার্স-সিএসকে, কোথায়, কখন দেখবেন ম্যাচ?