নয়াদিল্লি: তিনি দিল্লির ক্রিকেটার (IPL 2023)। এই শহরে খেলেই তাঁর বেড়ে ওঠা। জাতীয় দলে সুযোগ পাওয়া। তারপর বিশ্বক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলা।


তবে বিয়ের পর থেকে পাকাপাকিভাবে মুম্বইয়ে থাকেন বিরাট কোহলি (Virat Kohli)। সেখানে বিলাসবহুল বাড়ি কিনেছেন। স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) বলিউডের প্রথম সারির অভিনেত্রী। দুজনই সুবিধার জন্য মুম্বইয়ে থাকেন। কিন্তু তাই বলে দিল্লির জন্য আলাদা আবেগ থাকবে না কিংগ কোহলির!


দিল্লি যে এখনও তাঁর প্রাণের শহর, তা বুঝিয়ে দিলেন কোহলি। স্ত্রী অনুষ্কাকে নিয়ে বেরিয়ে পড়লেন দিল্লি-দর্শনে। আইপিএল চলছে জোরকদমে। প্লে অফে ওঠার লড়াইয়ে রয়েছে সমস্ত দল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও পয়েন্ট টেবিলের প্রথম চারে থাকার জন্য লড়াই চালাচ্ছে। ৬ মে বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিদের পরের ম্যাচ নয়াদিল্লিতে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। সেই ম্যাচ খেলতে আগেভাবে রাজধানী শহরে পৌঁছে গিয়েছেন বিরাট কোহলিরা।


আর নিজের শহরে গিয়ে স্ত্রীকে নিয়ে বেরিয়ে পড়লেন কোহলি। নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন। যাতে দেখা যাচ্ছে, বিরাট ও অনুষ্কা গাড়ির ভেতর খোশমেজাজে। অনুষ্কা পরেছেন কালো শার্ট, মাথায় কালো টুপি। বিরাটের পরনে ধূসর রাউন্ড নেক টি শার্ট। ছবি শেয়ার করে বিরাট লিখেছেন, 'দিল্লিতে এসেই বেরিয়ে পড়েছি'। সঙ্গে হার্ট সাইন ইমোজি পোস্ট করেছেন কোহলি।


সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়েছে।


 






সোমবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে বিতর্কে জড়িয়েছিলেন কোহলি। ফলাফলের থেকেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে মাঠে ক্রিকেটারদের লড়াই। বিশেষ করে বিরাট কোহলি-গৌতম গম্ভীরের বাকবিতণ্ডা। ২২ গজে এই ২ দিল্লির ক্রিকেটারের ঝামেলায় জড়ানাের ঘটনা এর আগেও দেখা গিয়েছে। তবে সেদিনের লড়াই সবকিছুকে ছাপিয়ে গিয়েছে। এবার সর্বভারতীয় এক সংবাদসূত্র মারফৎ একটি রিপোর্ট পেশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ঠিক কী বাক্যালাপ হয়েছিল গম্ভীর-কোহলির।



আরও পড়ুন: গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস



সেই রিপোর্ট মারফৎ জানা যাচ্ছে যে সেদিন পুরস্কর বিতরণী অনুষ্ঠানের আগে গৌতম যখন বিরাটের দিকে এগিয়ে আসে, তখন তিনি বলেন, ''কী বলতে চাও, বলো আমাকে।'' জবাবে বিরাট বলেন, ''আমি তো আপনাকে কিছুই বলিনি। আপনি কেন মাঝখানে আসছেন।' সেই কথার উত্তরে পাল্টা গম্ভীর বলেন, ''তুমি যদি আমার প্লেয়ারদের কিছু বলে থাকো, তার মানে আমার পরিবারকে কিছু বলছ। কথা শোনাচ্ছো।'' এরপর বিরাট ফের বলেন, ''তাহলে আপনি আপনার পরিবারের সদস্যদের সামলে রাখুন একটু।'' এরপর ২ জনে পেছন ফিরে চলে যাওয়ার আগে শেষবার গম্ভীর বলেন, ''এখন তোমার থেকে আমাকে শিখতে হবে...?''


আরও পড়ুন: রাহুলের আইপিএল অভিযান কি শেষ? টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামা নিয়েও প্রশ্ন