ট্যাটু আর্টিস্ট সানি ভানুশালী জানিয়েছেন, দুই দফায় প্রথমে মুম্বই স্টুডিওতে ছয় ঘণ্টা কাজ হয় বিরাটের হাতে। তারপর বেঙ্গালুরুর স্টুডিওতে দ্বিতীয় সেশনে ৮ ঘণ্টা কাজ করা হয় বিরাটের ট্যাটুতে। এত দীর্ঘ সময় ধরে নতুন ট্যাটুটি আঁকানোর সময় কোনও বিরক্তি প্রকাশ করেননি বিরাট। এর আগে একটি ট্যাটু ছিল বিরাটের ডান হাতে। সেটা চাপা দিয়ে সেখানে নতুন করে ট্যাটু বানানো হয়েছে। সানি বলেছেন, 'এই ট্যাটু করতে দীর্ঘ সময় লাগবে সেটা জানার পরও একদমই বিরক্ত হননি কোহলি। তিনি শুধু জানিয়েছিলেন, নতুন ট্যাটুর সঙ্গে তাঁর আধ্যাত্মিকতার যোগ থাকবে।' যোগ করেছেন, 'ট্যাটুটি হয়ে যাওয়ার পর মুগ্ধ নয়নে চেয়েছিলেন বিরাট। উনি জানেন এই ট্যাটুটি তাঁর সঙ্গে আজীবন থাকবে। ওঁর আধ্যাত্মিক সফরের প্রতিফলন হয়েছে এই ট্যাটুতে।'
Virat Kohli: আইপিএল শুরুর আগে দুই শহরে ৮ ঘণ্টা ধরে নতুন ট্যাটু করালেন কোহলি
ABP Ananda
Updated at:
03 Apr 2023 02:24 PM (IST)
Edited By: Sandip Sarkar
IPL 2023: বিরাট কোহলি (Virat Kohli) আর ট্যাটুর প্রতি তাঁর দুর্বলতা। ভারতীয় ক্রিকেটের খোঁজ রাখা প্রত্যেকের কাছেই বেশ পরিচিত বিষয়।
কোহলির নতুন ট্যাটু। ছবি - ট্যুইটার
NEXT
PREV
বেঙ্গালুরু: বিরাট কোহলি (Virat Kohli) আর ট্যাটুর প্রতি তাঁর দুর্বলতা। ভারতীয় ক্রিকেটের খোঁজ রাখা প্রত্যেকের কাছেই বেশ পরিচিত বিষয়। তবে শরীরে ট্যাটুর ভাণ্ডারে অভিনবত্ব যোগ করলেন কোহলি। আইপিএল (IPL 2023) শুরুর আগে নতুন ট্যাটু করালেন কোহলি।
যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেই সঙ্গে সকলেই জানতে চান, কী এই ট্যাটুর অর্থ। অবশেষে সব কৌতূহল নিরসন করলেন ট্যাটু আর্টিস্ট নিজেই। এলিয়েন্স ট্যাটুর কর্ণধার সানি ভানুশালি কোহলির শরীরে নতুন ট্যাটুটি এঁকেছেন।
ভানুশালি জানিয়েছেন, কোহলি তাঁদের একটি ট্যাটুর ছবি নিয়ে সরাসরি স্টুডিওতে এসে হাজির হয়েছিলেন। বলেছিলেন, তিনি এলিয়েন্স ট্যাটুর ভক্ত। ভানুশালি বলেছেন, 'আমার বিশ্বাস হচ্ছিল না যে, ভারতের তারকা ক্রিকেটার আমাদের স্টুডিওর ট্যাটুর ভক্ত। বিরাট ভীষণ নম্র। মাটির মানুষ। কোনও অহং নেই। তিনি বলেছিলেন, পরের ট্যাটুটা আমাদের দিয়ে করাতে চান।'
কোহলির অতীতে করানো ১১টি ট্যাটুর আলাদা আলাদা অর্থ রয়েছে। যে কারণে তাঁর নতুন ট্যাটুটির অর্থ কী, তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কোহলির ভক্তরা। এ বার বিরাটের ১২তম ট্যাটুটির আর্টিস্ট খোদ জানিয়েছেন সেই ট্যাটুটির আসল অর্থ কী। অতীতে কোহলি তাঁর বাবা-মায়ের নাম, নিজের ওয়ান ডে ও টেস্ট ক্যাপের নম্বর ট্যাটু করিয়েছেন। এ বারের ট্যাটুটি একটু অন্যরকম।
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
Published at:
03 Apr 2023 02:24 PM (IST)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -