নয়াদিল্লি: সানরাইজার্স হায়দরাবাদকে সোমবার নিজেদের ঘরের মাঠে ৩৪ রানে পরাজিত করে এ মরসুমের প্রথম দল হিসাবে আইপিএলের প্লে-অফে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে গুজরাত টাইটান্স (Gujarat Titans)। ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন গুজরাতের হয়ে ব্যাট হাতে দুর্দান্ত শতরান হাঁকান ওপেনিং ব্যাটার শুভমন গিল (Shubman Gill)। ৫৮ বলে ১০১ রানের ইনিংস খেলেন শুভমন। এটিই তাঁর কেরিয়ারের প্রথম আইপিএল শতরান। এই শতরানের সুবাদেই একাধিক রেকর্ডও গড়েন শুভমন।


চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন শুভমন। তাঁকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ বলেও গণ্য করা হয়। ২৩ বছরের তরুণ তুর্কির এই শতরানের ইনিংস দেখে মুগ্ধ ক্রিকেটবিশ্ব। এমনকী মতান্তরে বর্তমান বিশ্বের সেরা ব্যাটার বিরাট কোহলিও (Virat Kohli) শুভমনের উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি শুভমনের ইনিংসের দেখে তাঁর প্রশংসা করে নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'প্রতিভা তো অনেকেরই থাকে, কিন্তু গিল আর পাঁচজনের থেকে ভিন্ন। (তুমি) এগিয়ে যাও এবং পরবর্তী প্রজন্মকে নেতৃত্ব দাও। ঈশ্বর তোমার মঙ্গল করুন শুভমন গিল।'




প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও বারংবার গিলকে প্রশংসায় ভরিয়েছেন বিরাট। একদা তিনি অকপটেই দাবি করেছিলেন যে গিল তাঁর থেকে অনেক বেশি প্রতিভাবান। চলতি বছরে গিল কিন্তু বারংবার নিজের প্রতিভার প্রমাণও দিয়েছেন। এই শতরান মিলিয়ে এ বছরে তাঁর মোট ছয়টি সেঞ্চুরি হয়ে গেল। প্রথম ক্রিকেটার হিসাবে গিলই এক ক্যালেন্ডার বর্ষে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাট এবং আইপিএলে শতরান হাঁকালেন। এছাড়াও সানরাইজার্সের বিরুদ্ধে শতরানের সুবাদে আরও একগুচ্ছ রেকর্ড গড়েন গিল।


গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২২ বলে নিজের অর্ধশতরান পূরণ করেছিলেন গিল। এটি আইপিএলের ইতিহাসে ছক্কা ব্যতীত কোনও ব্য়াটারের দ্রুততম অর্ধশতরান। গিল সচিনের ২০১০ সালে ২৩ বলে ছক্কা ব্যতীত দ্রুততম অর্ধশতরানের রেকর্ড ভাঙলেন। এছাড়া গুজরাত টাইটান্সের জার্সিতে প্রথম ব্য়াটার হিসেবে গিল গতকালই এক হাজার রানও পূরণ করে ফেললেন। আপাতত ৪৮ গড় ও ১৪৬.১৯ স্ট্রাইক রেটে চলতি আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ ৫৭৬ রান করে ফেলেছেন গিল। ২৮ মে আরসিবির বিরুদ্ধে চিন্নাস্বামী স্টেডিয়ামে মাঠে নামবে গুজরাত টাইটান্স। সেই ম্যাচেই কিন্তু আবার বিরাট বনাম গিলের দ্বৈরথও দেখা যাবে। সেই ম্যাচের দিকে নিশ্চয়ই ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে।


আরও পড়ুন: লাল-নীল, হলুদ-সবুজ, হরেক রংয়ের সম্ভার, গাড়ির নম্বর প্লেট দেখে বোঝা সম্ভব অনেক কিছুই