মোহালি: ঘরের মাঠে আজ আইপিএলে (IPL 2023) মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে খেলতে নামছে পাঞ্জাব কিংস (Punjab Kings)। দুটো দলই তাঁদের শেষ ম্যাচ জিতে আজকে মাঠে নামতে চলেছে। পাঞ্জাব সিএসকের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে তাদের শেষ ম্যাচে। দুশোর ওপর রান তাড়া করতে নেমে ম্যাচ জিতেছে প্রীতি জিন্টার (Preety Jinta) দল। অন্য়দিকে, মুম্বই ইন্ডিয়ান্সও দুশোর ওপর রান তাড়া করতে নেমে ওয়াংখেড়েতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ জিতেছে। 


এখনও পর্যন্ত চলতি আইপিএলে মোট ৯ ম্যাচ খেলে পাঁচটিতে জয় ছিনিয়ে নিয়েছে পাঞ্জাব শিবির। অন্য়দিকে ৮ ম্যাচ খেলে ৪টি জয় ছিনিয়ে নিয়েছে মুম্বই শিবির। পাঞ্জাবের নেতৃত্বভার সামলাচ্ছেন শিখর ধবন। মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা। জাতীয় দলের জার্সিতে দীর্ঘ সময় ২ জনে ওপেনিং পার্টনার ছিলেন। রোহিত এখন ভারতীয় দলের অধিনায়ক হলেও ধবন জাতীয় দলের গ্রহ থেকে ক্রমেই দূরে সরে গিয়েছেন। তবে আজ ২ বন্ধুর সম্মুখ সমরে হওয়ার পালা। 



আজকের ম্যাচ


আজ ৩ মে, বুধবার পাঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স একে অপরের মুখোমুখি হবে


কোথায় খেলা?



আজকের খেলাটি হবে পিসিএ স্টেডিয়াম, মোহালিতে


কখন শুরু ম্যাচ


এই ম্যাচটি শুরু হবে সন্ধে ৭.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে টস হবে


কোথায় দেখবেন?


স্টার স্পোর্টসে দেখা যাবে আইপিএল


অনলাইনে কোথায় দেখা যাবে?


অনলাইনে জিও সিনেমায় দেখা যাবে লখনউ বনাম চেন্নাই এই ম্যাচটি।


বিকেলের ম্যাচে নামছে লখনউ-সিএসকে


আরসিবির বিরুদ্ধে ম্যাচে অল্প রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেও হারতে হয়েছিল। কিন্তু তা ছাপিয়ে বিরাট-গম্ভীর বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছিল। সেই বিতর্কের রেষ কাটতে না কাটতেই আজ আরও একবার আইপিএলে নামতে চলেছে লখনউ সুপারজায়ান্টস। উল্টোদিকে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। কে এল রাহুলের চোট আগের ম্যাচে চিন্তায় ফেলে দিয়েছিল লখনউকে। তাঁর বদলে আজ হয়ত ক্রুণাল পাণ্ড্য দলকে নেতৃত্ব দেবেন। আরসিবি ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল রাহুলকে। এরপর ওপেনে ব্য়াট করতেও নামতে পারেননি তিনি। পরে যদিও একদম শেষ উইকেটে চোট নিয়েই নেমেছিলেন। দলকে জেতাতে ব্যর্থ হয়েছিলেন অবশ্য রাহুল। 


আরও পড়ুন: ওজন কমাতে কীভাবে সাহায্য করে মৌরী? রোজের মেনুতে উপকরণ রাখলে আর কী কী উপকার পাবেন?