কলকাতা: বেজে গেল আইপিএলের (IPL 2024) দামামা। শহরে চলে আসছেন কলকাতা নাইট রাইডার্সের (KKR) ক্রিকেটারেরা। শুক্রবার থেকে ইডেন গার্ডেন্সে প্রস্তুতিতে নেমে পড়ছেন রিঙ্কু সিংহ, নীতীশ রানারা। শীঘ্রই সেই প্রস্তুতি শিবিরে যোগ দেবেন শ্রেয়স আইয়ারও (Shreyas Iyer)। তবে অধিনায়ককে শুরুর দিকে পাচ্ছে না নাইট শিবির।


কেন?


মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির ফাইনাল খেলছেন শ্রেয়স। সেই ম্যাচ শেষ হলে তবে কলকাতায় এসে দলের সঙ্গে যোগ দেবেন অধিনায়ক। সেই কারণে প্রস্তুতি শিবিরের শুরুর দিকে হয়তো থাকছেন না শ্রেয়স।


দরজায় কড়া নাড়ছে আইপিএল। মাঝে আর মাত্র দিন আষ্টেকের অপেক্ষা। আর তারপরই শুরু হয়ে যাচ্ছে আইপিএল। টুর্নামেন্টের দ্বিতীয় দিনই মাঠে নেমে পড়ছে শাহরুখ খান-জুহি চাওলার দল কলকাতা নাইট রাইডার্স। এবারের অভিযানের শুরুতে বাড়তি সুবিধা পাচ্ছে নাইট শিবির। কারণ, কেকেআর প্রথম ম্যাচ খেলবে তাদের ঘরে মাঠে। ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচে নাইটদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। ২৩ মার্চ সেই ম্যাচকে ঘিরে উন্মাদনা তৈরি হচ্ছে এখন থেকেই।


টুর্নামেন্টের বেশ আগেভাগেই শুরু হয়ে যাচ্ছে কেকেআরের চূড়ান্ত প্রস্তুতি শিবির। এক সপ্তাহের এই শিবিরের তদারকি করবেন মেন্টর গৌতম গম্ভীর নিজে। এক সময় গম্ভীর অধিনায়ক হিসাবে কেকেআরকে দু-দুটি আইপিএল ট্রফি দিয়েছেন। প্রথমটা ২০১২ সালে। ফাইনালে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে। পরেরটা ২০১৪ সালে। ফাইনালে পাঞ্জাব কিংসকে (তখন নাম ছিল কিংস ইলেভেন পাঞ্জাব) হারিয়ে। 


কিন্তু তারপর থেকে আর ট্রফির দেখা নেই। কেকেআর পরের ন'মরশুমে আর আইপিএল জেতেনি। একবার ফাইনালে উঠে হারতে হয়েছে। এবার ভাগ্য ফেরাতে গৌতম গম্ভীরকে মেন্টর করে এনেছে কেকেআর। লখনউ সুপার জায়ান্টস থেকে ভাঙিয়ে। চন্দ্রকান্ত পণ্ডিত-গৌতম গম্ভীর জুটির ওপর এবার আস্থা রাখছে নাইট টিম ম্যানেজমেন্ট।


নাইট শিবির থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার শ্রেয়স ও বিদেশি ক্রিকেটারেরা ছাড়া বাকি সব ভারতীয় ক্রিকেটার ও কোচিং স্টাফেরা কলকাতায় পৌঁছে যাবেন। শুক্রবার থেকে ইডেনে শুরু হয়ে যাবে মহড়া। রিঙ্কু, নীতীশরা ইতিমধ্যেই মুম্বইয়ে কেকেআর অ্যাকাডেমিতে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। প্র্যাক্টিসের মধ্যেই রয়েছেন তাঁরা। টুর্নামেন্ট শুরুর আগে ইডেনে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নেবেন নাইটরা।


আরও পড়ুন: রাসেলের মতোই কেকেআরকে ম্যাচ জেতাতে চান ভক্ত রামনদীপ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে