কলকাতা: দরজায় কড়া নাড়ছে আইপিএল (IPL 2024)। মাঝে আর মাত্র দিন আষ্টেকের অপেক্ষা। আর তারপরই শুরু হয়ে যাচ্ছে আইপিএল। টুর্নামেন্টের দ্বিতীয় দিনই মাঠে নেমে পড়ছে কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খান, জুহি চাওলার দল প্রথম ম্যাচ খেলবে ঘরে মাঠে। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) প্রথম ম্যাচে নাইটদের (Kolkata Knight Riders) প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।


এবারের কেকেআর দলে অনেক নতুন মুখ। মিনি নিলাম থেকে যেমন রেকর্ড অর্থে মিচেল স্টার্ককে কিনে নিয়েছে নাইট শিবির, সেরকমই দলে নেওয়া হয়েছে রামনদীপ সিংহকে। নাইট জার্সিতে অভিষেকের জন্য মুখিয়ে রয়েছেন রামনদীপ। কেকেআর-এর ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে রামনদীপ বলেছেন, 'আমি টিভিতে নিলাম দেখছিলাম তবে আমার নাম ওঠার পর টিভি বন্ধ করে দিই। মনে হরয়েছিল যা হবে দেখা যাবে। তার কয়েক মুহূর্ত পর থেকেই প্রচুর ফোন ও মেসেজ পেতে শুরু করি। পরিবারের সদস্যরা ও বন্ধুরা ফোন করছিল। ওরাই বলে যে কেকেআর আমাকে নিয়েছে। আমি আশা করেছিলাম কেকেআর আমাকে কিনবে এবং সেটা হওয়ায় আমি খুশি। আমি শুনেছিলাম ক্রিকেটারদের সমর্থন করায় কেকেআর সব ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে সেরা। সকলের সেরাটা বার করে আনে। প্রস্তুতিতেও দারুণ জোর দেয় কেকেআর। এই দলে সুযোগ পেয়ে আমি খুশি।'


আন্দ্রে রাসেলের ভক্ত তিনি। বরাবর ক্যারিবিয়ান তারকা অলরাউন্ডারকে নিজের আদর্শ মেনে এসেছেন। এবার সেই রাসেলের সঙ্গে একই ড্রেসিংরুমে। রামনদীপ বলছেন, 'কেরিয়ারের শুরুর দিক থেকে রাসেলের ভক্ত আমি। টি-টোয়েন্টি ফর্ম্যাটে ব্যাটে হোক বা বলে রাসেল কীরকম ম্যাচে তফাত গড়ে দিতে পারে দেখেছি। আমি ব্যাট করার সময় ভাবি আন্দ্রে হলে এই পরিস্থিতিতে কী করত। তারপর সেটা প্রয়োগ করার চেষ্টা করি। বোলিংয়ের কথা বললে, রাসেল ওর দলের হয়ে সবচেয়ে কঠিন ওভারগুলো করে। তাতেই কেকেআরকে কত ম্যাচ জিতিয়েছে। আশা করি আমিও আন্দ্রের মতো দলকে জেতাতে পারব।'


ইডেন গার্ডেন্সে নামা নিয়েও মুখিয়ে রয়েছেন তিনি। বলেছেন, 'ইডেন গার্ডেন্সে কেকেআর যা সমর্থন পায়, সেটা আর কোনও দল তাদের ঘরের মাঠে পায় না। ইডেনে খেলার জন্য মুখিয়ে রয়েছি।'


আরও পড়ুন: Sourav Ganguly: ''নির্বাচনের লড়াইয়ে ইউসুফ উল্টোদিকে ব্রেট লি'', কেন এমন বললেন সৌরভ?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে