নয়াদিল্লি: সব জল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা করা হয়ে গেল আইপিএলের (IPL) সূচি। তবে পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হয়নি। আপাতত প্রথম দুই সপ্তাহের সূচি প্রকাশ করা হল বৃহস্পতিবপার। সব মিলিয়ে ২১টি ম্যাচের সূচি প্রকাশ করা হয়েছে। 


প্রথম ২১টি ম্যাচের মধ্যে ৫টি ম্যাচ পড়েছে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals Schedule)। যার মধ্যে তিনটি অ্যাওয়ে ম্যাচ। আর দুটি হোম ম্যাচ। তবে সূচি দেখে অনেকে তাজ্জব হয়ে যান। কারণ, দিল্লি ক্যাপিটালসের হোম ম্যাচ ফেলা হয়েছে বিশাখাপত্তনমে। প্রথমটি ৩১ মার্চ। প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। দ্বিতীয়টিতে আবার দিল্লির প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। যে ম্যাচ বাংলা বনাম বাংলা দ্বৈরথ। একদিকে কলকাতার দল। অন্য দলের সর্বেসর্বা এক বাঙালি। ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশনস সৌরভ গঙ্গোপাধ্যায়। 


ক্রিকেটপ্রেমীরা অনেকেই জানতে চাইছেন, কেন ঘরের মাঠ ফিরোজ শাহ কোটলা (নতুন নাম অরুণ জেটলি স্টেডিয়াম)-তে খেলবেন না ঋষভ পন্থরা?


জানা গেল, অরুণ জেটলি স্টেডিয়াম আইপিএল -এর শুরুর দিকে প্রস্তুত থাকবে না। উইমেন্স প্রিমিয়ার লিগ (WPL)-এর ফাইনাল আয়োজিত হবে যে স্টেডিয়ামে। ১৭ মার্চ হবে ডব্লিউপিএলের ফাইনাল। তার ঠিক পাঁচদিনের মাথায় আইপিএল শুরু। তবে প্রশ্ন ওঠা থামছে না। বলা হচ্ছে, দিল্লি ক্যাপিটালসের প্রথম হোম ম্যাচ ৩১ মার্চ। ডব্লিউপিএলের ফাইনালের পর ১২ দিন সময় থাকছে। তাতেও কেন তৈরি করা যাচ্ছে না মাঠ!


 






৩১ মার্চ প্রথম হোম ম্যাচে দিল্লির প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে তাঁর ভাবশিষ্য ঋষভ পন্থের দ্বৈরথ। সেই ম্যাচটি দিল্লির পরিবর্তে হবে বিশাখাপত্তনমে। 


 






দিল্লি ক্যাপিটালস শিবির থেকে অবশ্য বিশাখাপত্তনমকে নতুন হোম হিসাবে স্বাগত জানানো হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় বিশাখাপত্তনমের অন্ধ্র প্রদেশ ক্রিকেট সংস্থার স্টেডিয়ামের ছবি দিয়ে লেখা হয়েছে, 'রোর মাচা ভাইজ্যাগ... আমাদের নতুন হোম।'


আরও পড়ুন: Sourav Ganguly Exclusive: শুধু টেকনিক নয়, দেখাতে হবে সাহসও, বাংলার উঠতি ক্রিকেটারদের বার্তা দাদার


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।