কলকাতা: আর দু-এক মাস পেরোলেই কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট অনুষ্ঠিত হতে চলেছে সারা দেশে। ভারতের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির জন্য এই পরীক্ষা দিতে হয়। ২০২২ সাল থেকে পরীক্ষাটি নেওয়া শুরু হয়। শুরু থেকেই এর ব্যবস্থাপনা একটি কম্পিটিটিভ পরীক্ষার মতো। তাই পরীক্ষায় সফল হতে হলে সেভাবেই প্রস্তুতি নেওয়া জরুরি। এর জন্য প্রথমেই প্রশ্নপত্রের বিভাগ অনুযায়ী পরিকল্পনা প্রয়োজন। সেই মতো প্রস্তুতি নিতে পারলে সেরা মার্কস তোলা যায় এই পরীক্ষায়।


কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট পরীক্ষার ধরন (CUET 2024 Exam pattern):


CUET পরীক্ষায় তিনটি বিভাগ থাকে। প্রতিটি বিভাগের জন্য নির্দিষ্ট গাইডলাইন দেওয়া থাকে। এর মধ্যে প্রথম বিভাগটি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিডিং কম্প্রিহেনশন নিয়ে থাকে। এতে ৫০টি প্রশ্নের মধ্য়ে ৪০টির উত্তর দিতে হবে। এর জন্য মোট সময় ৪৫ মিনিট। এর পরের বিভাগ বিষয়ভিত্তিক হবে। এখানেও ৫০টি প্রশ্নের মধ্য়ে ৪০টির উত্তর দিতে হয়। একই ভাবে এর জন্য ৪৫ মিনিট সময় দেওয়া হয়। তবে অঙ্ক, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, অ্যাকাউন্টেন্সি, অর্থনীতি ও কেমিস্ট্রির জন্য এই সময়টা ৬০ মিনিট হয়। এর পরের বিভাগটি হল জেনারেল টেস্ট। তার মধ্যে ৬০টি প্রশ্ন থেকে ৫০টি প্রশ্ন অ্যাটেম্পট করতে হয়। এই বিভাগে ঠিক উত্তর দিলে ৫ নম্বর দেওয়া হবে। আর ভুল উত্তর দিলে ১ নম্বর নেগেটিভ মার্কিং। কোনও প্রশ্নের উত্তর না দিলে তার জন্য কোনও নম্বর বা নেগেটিভ মার্কিং নেই।


কীভাবে প্রস্তুতি নিতে হবে ? (CUET 2024 preparation tips)


প্রথম বিভাগ: ল্যাঙ্গুয়েজ টেস্টের জন্য গ্রামার ও ভোকাবুলারির উপর বেশি করে জোর দিতে হবে। প্যাসেজ পড়ে দ্রুত মূল পয়েন্টগুলি বুঝে নেওয়াটা জরুরি। এতে উত্তর লিখতে সুবিধা হয়। বাড়িতেও এই ভাবেই প্র্যাক্টিস করতে হবে। একটি আনসিন প্যাসেজ পড়ে প্রথমে এর বক্তব্য ও তার পর মূল পয়েন্টগুলি জেনে নিতে হবে। ভোকাবুলারিতে দখল আনতে খবরের কাগজের উপর ভরসা রাখা যেতে পারে।


দ্বিতীয় বিভাগ: এর জন্য ক্লাস টুয়েলভের বিষয়গুলিতে গভীর ধারণা থাকা জরুরি। পড়ে মুখস্থ করাটাই লক্ষ্য করলে হবে না। প্রতিটি বিষয়ই গভীরে গিয়ে বুঝতে হবে। অনেকটা ফর্মুলার মতো করে কনসেপ্টগুলি মনে রাখতে হবে। এই কনসেপ্টের ভিত্তিতেই প্রশ্ন আসবে পরীক্ষায়। কনসেপ্ট বোঝার পাশাপাশি আগের বছরের প্রশ্নপত্র প্র্যাক্টিস করলে অনেকটাই প্রস্তুতি হয়ে যায়। এর পাশাপাশি বাড়িতে মক টেস্ট দিলে আরও দখল বাড়বে বিষয়টিতে। 


তৃতীয় বিভাগ: এই বিভাগে একদিকে যেমন জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, অন্যদিকে থাকে নিউমেরিক এবিলিটি ও রিজনিং। জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্সের রোজকার খবরের কাগজ অন্যতম ভরসা। নিজেকে আপডেট রাখতে হবে এর সাহায্যে। নিউমেরিক এবিলিটি ও রিজনিংয়ের জন্য নিয়মিত প্র্যাক্টিস ও মক টেস্ট দিতে হবে। যত মক টেস্ট দেবে, ততই নির্দিষ্ট সময়ের মধ্যে এগুলি সমাধান করার ক্ষমতা বাড়বে। যা পরীক্ষার সময় কাজে দেবে।


তথ্যসূত্র - আইএএনএস 


আরও পড়ুন: IAS Success Story: ৯ বছর বয়সে বাবাকে হারান, কোচিং নেওয়ার সামর্থ্য ছিল না ; অদম্য জেদে সফল IAS গরিমা


Education Loan Information:

Calculate Education Loan EMI