দুবাই: রাত পোহালেই আইপিএলের নিলাম (IPL Auction)। যদিও পূর্ণাঙ্গ নয়, মঙ্গলবারের নিলাম হবে মিনি অকশন। মরুশহর দুবাইয়ে বসছে নিলামের আসর। আগামী আইপিএলের জন্য সময়ও বার করে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০২৪ সালে ২২ মার্চ থেকে মে মাসের শেষ পর্যন্ত চলবে আইপিএল (IPL 2024)। তবে লোকসভা ভোটের দিনক্ষণ জেনে সূচি চূড়ান্ত করা হবে।


জানা গিয়েছে, নিলামের আগে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, নিউজ়িল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ় - এই পাঁচ দেশের ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছে যে, আইপিএলের জন্য তাদের ক্রিকেটার ছাড়তে কোনও সমস্যা নেই। তবে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আয়ার্ল্যান্ড শর্তসাপেক্ষে ক্রিকেটার ছাড়বে।


অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড ছাড়া প্রায় সকল ক্রিকেটারকেই গোটা আইপিএলে পাওয়া যাবে। হ্যাজলউডকে টুর্নামেন্টের শেষ ভাগে, অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহ থেকে পাওয়া যাবে। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে যে, হ্যাজলউড ও শেফিল্ড শিল্ডের ফাইনালে খেলছে এমন ক্রিকেটারদের ছাড়া বাকি সকলকেই গোটা আইপিএলে পাওয়া যাবে। ক্রিকেট অস্ট্রেলিয়া আশ্বাস দিয়েছে যে, চোট আঘাত না পেলে গোটা আইপিএলেই খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা। ২১-২৫ মার্চ শেফিল্ড শিল্ডের ফাইনাল। শোনা যাচ্ছে, ক্রিকেটারদের হাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হবে যে, তাঁরা শেফিল্ড শিল্ডের ফাইনালে খেলবেন, নাকি আইপিএলে।


ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, জাতীয় দলের ম্যাচ না থাকলে ও কেউ চোট আঘাত না পেলে আইপিএলে খেলতে সমস্যা নেই ইংরেজ ক্রিকেটারদের। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ডের গ্রীষ্মকালীন সূচি কী হবে, সেটা এখনও ঠিক হয়নি। ইংল্যান্ডের ক্রিকেটার রেহান আমেদ নিলাম থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন।


বাংলাদেশ ও আয়ার্ল্যান্ড ক্রিকেট বোর্ড শর্তসাপেক্ষে ক্রিকেটার ছাড়বে বলে জানিয়েছে। তবে দুজন ক্রিকেটারকে নিয়ে বিশেষ অনুমতি দিয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ড। একজন হলেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের বোর্ড জানিয়েছে, ২২ মার্চ থেকে ১১ মে পর্যন্ত আইপিএলে খেলতে পারবেন মুস্তাফিজুর। তবে আইপিএলের শেষ লগ্নে পাওয়া যাবে না মুস্তাফিজুরকে। পাশাপাশি তাস্কিন আমেদ ও শোরিফুল ইসলামকে পাওয়া যাবে না বলে আগাম জানিয়ে দিয়েছে বিসিবি। অন্যদিকে আইরিশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, জোশুয়া লিটলকে গোটা টুর্নামেন্টের জন্যই ছাড়া হবে।


আইপিএলের মাঝেই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার। ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল। তাই শ্রীলঙ্কার কয়েকজন ক্রিকেটারকে ওই সময় পাওয়া যাবে না। তবে টেস্ট দলে না থাকা মাহিশ তিকশানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাথিশা পাথিরানা ও দুষ্মন্ত চামিরাকে গোটা আইপিএলেই পাওয়া যাবে।


আরও পড়ুন: ক্রিকেটের সঙ্গে যুক্ত হলেন শাহেনশাহ, মুম্বইয়ের দলের মালিক অমিতাভ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে