হায়দরাবাদ: মাঝে আর মাত্র দিন ১২ সময়। ১৯ ডিসেম্বর বসছে আইপিএলের (IPL 2024) নিলাম পর্ব। যদিও এবার সম্পূর্ন নিলাম নয়, হতে চলেছে মিনি অকশন (IPL Auction)। যে নিলামের আগে দশ দল তাদের পছন্দের ক্রিকেটার ধরে রেখেছে। বাকি দল গুছিয়ে নিতে ১৯ ডিসেম্বরের অপেক্ষায় রয়েছে দশ দলই।
ভারতীয় দলের প্রাক্তন তারকা ইরফান পাঠান (Irfan Pathan) মনে করেন, আসন্ন নিলামে একজন ক্রিকেটারকে পেতে সর্বস্ব উজাড় করে ঝাঁপাতে পারে সানরাইজার্স হায়দরাবাদ। রাচিন রবীন্দ্র (Rachin Ravindra)। যাঁকে বিশ্বকাপের (ODI World Cup) অন্যতম সেরা আবিষ্কার মনে করা হচ্ছে। স্টার স্পোর্টসে এক অনুষ্ঠানে ইরফান বলেছেন, 'সানরাইজার্স হায়দরাবাদ চাইবে এমন একজন স্পিনারকে নিতে, যে উইকেট তুলতে পারে। আগে তাদের হাতে আদিল রশিদ ছিল। এখন নেই। অবশ্যই ওদের হাতে মায়াঙ্ক মারকাণ্ডে আছে। তবে ওরা চাইবে আরও বড় কোনও নাম। যদি ওদের দুই অলরাউন্ডার ভাল খেলে, ওয়াশিংটন সুন্দর ও মার্কো জানসেন প্রথম একাদশে থাকবে। তবে একজন বিকল্প ওপেনার ওরা চাইবে। আর সেই কারণে রাচিন রবীন্দ্রর জন্য ওরা ঝাঁপাবে।'
বিশ্বকাপের অন্যতম সেরা তারকা হয়েছিলেন রাচিন রবীন্দ্র। টুর্নামেন্টে ৫৭৮ রান করেছিলেন। নিউজ়িল্যান্ডকে সেমিফাইনালে তোলার নেপথ্যে অন্যতম নায়ক ছিলেন রবীন্দ্র। ভারতের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেয় নিউজ়িল্যান্ড।
গত তিন আইপিএল ভাল কাটেনি হায়দরাবাদের। পয়েন্ট টেবিলের নীচের দিকে ছিল নিজামের শহর। ডেভিড ওয়ার্নারকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া, কেন উইলিয়ামসনকে দায়িত্বে আনা, এইডেন মারক্রামকে নেতৃত্ব দেওয়া - একাধিক পরিবর্তন করেও ট্রফির দেখা মেলেনি। ২০২৪ সালের আইপিএলের নিলামের আগে হায়দরাবাদের হাতে রয়েছে ৩৪ কোটি টাকা। তা দিয়ে রবীন্দ্রকে পেতে ঝাঁপাবে নিজামের শহর, মনে করেন ইরফান।
আরও পড়ুন: লাল কার্ড ফেরান্দোকে, নাটকীয় ম্যাচে ২ গোলে পিছিয়ে পড়েও ড্র মোহনবাগানের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।