নয়াদিল্লি: ২০১৯ এর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর নিলাম হবে আগামী ১৮ ডিসেম্বর জয়পুরে। বিসিসিআই আজ এ কথা জানিয়েছে।
এবার নিলাম হবে একদিনই। জায়গাও বেঙ্গালুরু থেকে বদলে করা হয়েছে পিঙ্ক সিটি জয়পুর।
নিলামে ৫০ ভারতীয় ও ২০ বিদেশী প্লেয়ারের জন্য দরকষাকষি করবে আটটি দল। দলগুলির তহবিলে এরজন্য অর্থের পরিমাণ ১৪৫.২৫ কোটি টাকা।
নিলামের আগেই বিভিন্ন দল বেশ কিছু তারকাকে ছেড়ে দিয়েছে। যেমন যুবরাজ সিংহকে ছেড়েছে কিংস ইলেভেন পঞ্জাব,গৌতম গম্ভীরকে রিটেন করেনি দিল্লি ডেয়ারডেভিলস।
২০১৮-র নিলামে পেসার জয়দেব উনাদকটকে ১১.৫ কোটি টাকা দিয়ে কিনেছিল রাজস্থান রয়্যালস। কিন্তু এবার তাঁকে ছেড়ে দিয়েছে দল।
হায়দরাবাদ সানরাইজার্স এবার রিটেন করেনি চোটের সমস্যায় থাকা ঋদ্ধিমান সাহা, ওয়েস্ট ইন্ডিজের টি ২০ অধিনায়ক কার্লোস ব্রেথওয়েটকে।
জেপি ডুমিনি, দুই ফাস্ট বোলার প্যাট কামিন্স ও মুস্তাফিজুর রহমানের মতো বিদেশী খেলোয়াড়দের রিলিজ করে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।
আগামী বছর লোকসভা নির্বাচন। ভোটের নির্ঘন্টের মধ্যে পড়লে আগামী বছরের আইপিএল সম্পূর্ণ বা আংশিকভাবে ভারতের বাইরে খেলা হতে পারে।
১৮ ডিসেম্বর জয়পুরে আইপিএলের নিলাম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Dec 2018 08:05 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -