নয়াদিল্লি: মাঠের লড়াইয়ে ভারতের সঙ্গে এঁটে উঠতে পারছে না অস্ট্রেলিয়া। একদিনের সিরিজ ৪-১ ফলে জিতেছেন বিরাট কোহলিরা। এবার মাঠের বাইরেও আক্রমণের মুখে পড়তে হল স্টিভ স্মিথের দলকে। তা-ও আবার ভদ্র আচরণ করার জন্য! বীরেন্দ্র সহবাগের কটাক্ষ, আইপিএল-এর বিভিন্ন দলের সঙ্গে চুক্তির কারণেই স্লেজিং করতে পারছেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ হারের পর এবার তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। তার আগে আজ একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে স্মিথদের উদ্দেশে তোপ দেগে সহবাগ বলেছেন, ‘ধনলক্ষ্মী (আইপিএল চুক্তি) যাতে হাতছাড়া না হয়, সেই ভয়েই কোহলি অ্যান্ড কোম্পানির সঙ্গে অভদ্রতা করেনি অস্ট্রেলিয়া। ওদের ভয় ছিল, অভদ্রতা করলে আগামী বছর আইপিএল থেকে বিপুল অর্থ রোজগার বন্ধ হয়ে যেতে পারে। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে অভদ্রতা করলে আইপিএল-এর দলগুলি অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের নেওয়ার আগে ভাবনা-চিন্তা করত। সেই কারণেই ওরা ভদ্র ব্যবহার করেছে।’
সাম্প্রতিক অতীতে ভারত-অস্ট্রেলিয়া সিরিজগুলিতে বিতর্ক নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। গত বছর টেস্ট সিরিজেও কম বিতর্ক হয়নি। কিন্তু এবার একদিনের সিরিজে কোনও বিতর্ক হয়নি। ভারত সহজেই সিরিজ জিতে গিয়েছে। এ প্রসঙ্গে সহবাগ বলেছেন, ‘বর্তমান অস্ট্রেলিয়া দল তিনজন খেলোয়াড়ের উপর নির্ভরশীল। ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ ও স্টিভ স্মিথ এই তিনজনই ভরসা। তাঁদের মধ্যে স্মিথ ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি। তাছাড়া টেস্ট সিরিজে হওয়া বিতর্কের ফলে অস্ট্রেলিয়া চাপে পড়ে গিয়েছে। সেই কারণেই ভারত সহজে জিতে গিয়েছে।’
আইপিএল-এ খেলতে হবে বলেই অস্ট্রেলিয়ানরা স্লেজিং করতে পারছে না, কটাক্ষ সহবাগের
Web Desk, ABP Ananda
Updated at:
04 Oct 2017 03:42 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -