ধোনির চেন্নাইয়ে ফেরার রাস্তা পরিষ্কার করে দিল আইপিএল গভর্নিং কাউন্সিল
Web Desk, ABP Ananda | 06 Dec 2017 08:06 PM (IST)
নয়াদিল্লি: দু’বছরের নির্বাসন কাটিয়ে আগামী বছর আইপিএল-এ ফিরতে চলা চেন্নাই সুপার কিংসে (সিএসকে) ফিরতে চলেছেন মহেন্দ্র সিংহ ধোনি। আজ আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে ধোনির সিএসকে-তে ফেরার রাস্তা পরিষ্কার হয়ে গিয়েছে। বৈঠকের পর বিসিসিআই-এর কার্যনির্বাহী সচিব অমিতাভ চৌধুরী বলেছেন, ‘আগামী বছরের আইপিএল-এর নিলামের আগে এবং নিলামের সময় প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ পাঁচজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের ক্ষেত্রে ২০১৫ সালের আইপিএল-এ তাদের দলে যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে যাঁরা ২০১৭ সালের আইপিএল-এ গুজরাত লায়ন্স ও রাইজিং পুণে সুপারজায়ান্টসের হয়ে খেলেছিলেন, তাঁরা পুরনো দলে ফিরতে পারবেন।’ ২০১৩ সালের আইপিএল-এ স্পট-ফিক্সিং কেলেঙ্কারিতে জড়ায় সিএসকে ও রাজস্থান রয়্যালস। এই ঘটনার জেরে দু’টি দলকেই দু’বছরের জন্য নির্বাসিত করা হয়। আগামী বছর ফিরছে এই দু’টি দল। তার আগে পুরনো ক্রিকেটার ধরে রাখা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হল। এছাড়া আরও জানানো হয়েছে, আগামী বছরের নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলির বেতনের বাজেট ৬৬ কোটি থেকে বাড়িয়ে ৮০ কোটি টাকা করা হয়েছে। ২০১৯ ও ২০২০ সালে এই বাজেট বেড়ে হবে যথাক্রমে ৮২ কোটি ও ৮৫ কোটি টাকা। নিলামের আগে কোনও ফ্র্যাঞ্চাইজি যদি তিনজন ক্রিকেটারকে ধরে রাখে, তাহলে ৮০ কোটি টাকা থেকে ৩৩ কোটি টাকা বাদ দেওয়া হবে। নিলামের আগে প্রথম যে ক্রিকেটারকে ধরে রাখা হবে, তিনি ১৫ কোটি টাকা পাবেন। দ্বিতীয় ও তৃতীয় ক্রিকেটার যথাক্রমে ১১ কোটি ও ৭ কোটি টাকা পাবেন। আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল বলেছেন, দলগুলির সঙ্গে আলোচনার পর সর্বসম্মতির ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আটটি দলের মধ্যে ৬টিই ৬ থেকে ৮ জন খেলোয়াড়কে ধরে রাখতে চাইছিল। সেই কারণে মাঝামাঝি একটি সিদ্ধান্ত নিতে হয়েছে।