চণ্ডীগড়: বিশ্বজুড়ে টি-২০ প্রতিযোগিতাগুলির রমরমার ফলে পেসারদের ক্ষতি হচ্ছে বলে মত প্রকাশ করলেন গ্লেন ম্যাকগ্রাথ। অস্ট্রেলিয়ার প্রাক্তন এই পেসারের মতে, দ্রুত সাফল্য এবং অর্থ পেয়ে যাওয়ার ফলে বোলাররা আর পরিশ্রম করতে চাইছেন না। ফলে তাঁদের পক্ষে বেশি উন্নতি করা সম্ভব হচ্ছে না।
মোহালিতে অনূর্ধ্ব-২৩ পেসারদের কোচিং ক্লিনিকে এসেছেন ম্যাকগ্রাথ। সেখানেই তিনি বলেছেন, ‘শুধু ভারতে নয়, সারা বিশ্বেই ফাস্ট বোলাররা আইপিএল বা বিগ ব্যাশের মতো টুর্নামেন্টে একটু সাফল্য পেলেই মনে করছে অনেক বড় জায়গায় পৌঁছে গিয়েছে। এরপরেই তারা বেশি অনুশীলন করা বা পরিশ্রম করা বন্ধ করে দেয়। তরুণ বোলারদের অনেক বেশি পরিশ্রম করা উচিত। সাফল্যের কোনও সহজ রাস্তা নেই। পরিশ্রম করেই সাফল্য পেতে হয় এবং সেই সাফল্য ধরে রাখতে গেলে আরও পরিশ্রম করতে হয়। কিন্তু আমি দেখছি তরুণ বোলাররা বেশি টাকা পেলেই একটা পর্যায়ে গিয়ে থেমে যাচ্ছে।’
ম্যাকগ্রাথের মতে, অর্থকে কোনও সময়েই সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত নয়। ক্রিকেটাররা বেশি টাকা পাচ্ছে খুব ভাল কথা। কিন্তু মাঠে নেমে ভাল পারফরম্যান্স দেখানো এবং নিজেদের সেরা অবস্থায় রাখার উপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। তাহলে অর্থ এমনিতেই পাওয়া যাবে। দেশের হয়ে খেলাই সবার লক্ষ্য হওয়া উচিত।
টি-২০ প্রতিযোগিতা সারা বিশ্বেই জনপ্রিয় হয়ে উঠলেও, টেস্ট ক্রিকেটকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন ম্যাকগ্রাথ। তিনি গোলাপী বলে দিন-রাতের টেস্টের পক্ষে। ভারতের তরুণ পেসারদের মধ্যে বীরপ্রতাপ সিংহকে সেরা বলে মনে করছেন ম্যাকগ্রাথ। তাঁর মতে, ভারতে প্রতিভার অভাব নেই। বেশ কয়েকজন পেসার উঠে আসছেন।
আইপিএল, বিগ ব্যাশ পেসারদের ক্ষতি করছে, দাবি ম্যাকগ্রার
Web Desk, ABP Ananda
Updated at:
24 Aug 2016 11:48 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -