নয়াদিল্লি: এবারের আইপিএল আদৌ হবে কি না, সে বিষয়ে বিভিন্ন মহল থেকে সংশয় প্রকাশ করা হলেও, এই প্রতিযোগিতা হওয়ার বিষয়ে আশাবাদী রাজস্থান রয়্যালসের অন্যতম কর্ণধার মনোজ বাদালে। তাঁর মতে, এখনই না হলেও, কিছুদিন পরে হতে পারে আইপিএল। প্রয়োজনে ম্যাচের সংখ্যা কমানো হতে পারে, এমনকী দর্শকশূন্য মাঠেও খেলা হতে পারে।


দেশজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আইপিএল নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মনোজ বলেছেন, ‘আমার মনে হয়, এ বছর যে কোনওভাবেই হোক না কেন, আইপিএল হবে। হয়তো সংক্ষিপ্ত আকারে হবে। যতক্ষণ লোকজন সৃষ্টিশীল থাকবে এবং সব দেশের ক্রিকেট সংস্থা একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হবে, ততক্ষণ আইপিএল হওয়া নিয়ে কোনও সংশয় নেই। কারণ, এই প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলোয়াড়দের পাশাপাশি আয়োজকদেরও আর্থিক বিষয়টি এর সঙ্গে যুক্ত। এই প্রতিযোগিতার উপর অনেকের রুজি-রোজগার নির্ভরশীল। তাই প্রয়োজন হলে বিদেশি খেলোয়াড়দের বাদ দিয়ে শুধু ভারতীয় ক্রিকেটারদের নিয়েই আইপিএল হতে পারে। আশা করি কোনও একটি উপায় খুঁজে পাওয়া যাবে।’

করোনা ভাইরাসের জেরে বিশ্বের সব ক্রীড়া প্রতিযোগিতাই বন্ধ হয়ে গিয়েছে। এমনকী, টোকিও অলিম্পিক গেমসও এক বছর পিছিয়ে গিয়েছে। তবে এই পরিস্থিতিতেও আইপিএল নিয়ে আশা ছাড়ছেন না মনোজ।