মুম্বই: মুম্বই ইন্ডিয়ান্সকে গতকালের ম্যাচে সাত উইকেটে হারালেও বিজয়ী দল রাজস্থান রয়্যালসের অধিনায়ক অজিঙ্কা রাহানের ১২ লক্ষ টাকা জরিমানা হল স্লো বোলিং ওভার রেটের জন্য। আইপিএলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৩ মে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে ম্যাচে রাহানের দলের বোলারদের স্লো ওভার রেট থাকায় অধিনায়ক হিসাবে তাঁর ১২ লক্ষ টাকা জরিমানা হয়েছে। যেহেতু চলতি সিজনে আইপিএলের ন্যূনতম ওভার রেট সংক্রান্ত আচরণবিধি অনুসারে তাঁর দলের এটাই প্রথম নিয়ম লঙ্ঘন, সেজন্য রাহানের এই জরিমানা ধার্য হয়েছে।
গতকাল রাহানের দল ব্যাটিংয়ে দাপট দেখিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। ওপেনার জোস বাটলারের অপরাজিত ৯৪ রানের দৌলতে হাসতে হাসতে জয় তুলে নেয় রাজস্থান রয়্যালস। এবারের আইপিএলে দারুণ ফর্মে থাকা বাটলার এই নিয়ে টানা ৫টি অর্ধশতরান করলেন।
আগামীকাল রাজস্থান রয়্যালস নামছে ইডেন গার্ডেন্সে। বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স।