দুবাই : বিশ্বের সর্বসেরা টি২০ লিগ ধারে-ভারে আরও বড় হতে চলেছে আগামী বছর থেকে। ৮ থেকে বেড়ে ১০ দলের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) হতে চলেছে। আমদাবাদ ও লখনউ থেকে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি খেলবে পরের আইপিএল থেকে। সিভিসি গ্রুপের দখলে আমদাবাদ ও সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপে দখলে গিয়েছে লখনউ ফ্র্যাঞ্চাইজি। আর একাধিক কাটাছেঁড়ার পর যে নতুন ফ্র্যাঞ্চাইজিকে সংযোজিত করেছে বিসিসিআই।


ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দুবাইয়ে এক বৈঠকে দরপত্র খতিয়ে দেখার পর দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি ঘোষণা করা হয়। যে ঘোষণার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় ক্রিকেটের অগ্রগতি নিয়ে খুশি গোপন করেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই প্রেসিডেন্ট বলেছেন, 'ভারতীয় ক্রিকেটে যেভাবে এগিয়ে চলেছে তাতে আমরা দারুণ খুশি। আমাদের কাছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, সমৃদ্ধ করাটাই আমাদের কাজ।'






বিসিসিআই-র পক্ষ থেকে দরপত্র আহ্বানের পর মোট ২২ টি সংস্থার পক্ষ থেকে বিড করা হয়েছিল। যদিও কার্যত সেই অর্থে লড়াই চলেছে ৫-৬টি বিড ঘিরেই। আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজির জন্য ২ হাজার কোটি টাকা প্রারম্ভিক মূল্য দর চাওয়া হয়েছিল। এবার ফ্র্যাঞ্চাইজিদের দরপত্র জমা দেওয়ার থেকে সর্বোচ্চ তিনটি কোম্পানির কনসোর্টটিয়ামকেও ছাড় দেওয়া হয়েছিল। বিসিসিআই সূত্রের খবর, লখনউ ফ্র্যাঞ্চাইজির জন্য ৭ হাজার কোটি টাকার দরপত্র দিয়েছিল আরপিএসজি গ্রুপ। সূত্রের খবর, কিছুটা কম অর্থে আমদাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিকানা পায় সিভিসি গ্রুপ।


আরও পড়ুন- আমদাবাদ ও লখনউ থেকে আইপিএলের নতুন দুই দল