পুণে থেকে সরছে আইপিএল-এর প্লে-অফ ম্যাচ, হতে পারে ইডেনে
Web Desk, ABP Ananda | 14 Apr 2018 12:11 AM (IST)
নয়াদিল্লি: কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। আইপিএল-এর যে দু’টি প্লে-অফ ম্যাচ পুণেতে হওয়ার কথা ছিল, সেই ম্যাচ দু’টি ইডেনে হতে পারে। বিসিসিআই সূত্রে এমনই জানা গিয়েছে। চেন্নাই থেকে ৬টি ম্যাচ পুণেতে সরে যাওয়াতেই প্লে-অফ ম্যাচ সরানোর কথা ভাবছে বিসিসিআই। কলকাতার সঙ্গে লড়াইয়ে আছে রাজকোট। সিএবি যুগ্মসচিব অভিষেক ডালমিয়া বলেছেন, ‘আমরা অন্য কারও ভাগের ম্যাচ নিতে চাই না। তবে যদি আমাদের সুযোগ দেওয়া হয়, তাহলে সবসময় তৈরি।’ বিসিসিআই-এর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা বলেছেন, ‘এখনও পর্যন্ত পুণের বিকল্প কেন্দ্র চূড়ান্ত হয়নি। কলকাতা বা রাজকোটে দু’টি প্লে-অফ ম্যাচ হবে। প্রাক্তন বিসিসিআই সচিব নিরঞ্জন শাহ চাইছেন রাজকোটে এই দু’টি মার্কি ম্যাচ হোক। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।’