মুম্বই: পুরনো চোটে ফের কাবু তিনি। ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) টেস্ট সিরিজের প্রথম ম্যাচের পর থেকে মাঠের বাইরে। কে এল রাহুলকে (KL Rahul) নিয়ে উদ্বেগের মেঘ তৈরি হয়েছে লখনউ সুপার জায়ান্টস শিবিরেও (Lucknow Super Giants)। আইপিএলের শুরু থেকে খেলতে পারবেন কর্নাটকের তারকা ব্যাটার?


হায়দরাবাদে ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্টে খেলেছিলেন রাহুল। বিশাখাপত্তনমের দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল রাহুলকে। তখন ভারতীয় শিবির থেকে বলা হয়েছিল, রাজকোটে তৃতীয় টেস্টে দলে ফিরবেন রাহুল। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়িত করা যায়নি। চতুর্থ টেস্টের আগে ভারতীয় বোর্ড থেকে জানানো হয়, চোটের জন্য রাঁচির ম্যাচে নেই রাহুল। ফিট হলে তবেই পঞ্চম টেস্টে খেলানো হবে রাহুলকে।


এখন যা পরিস্থিতি, তাতে ধর্মশালায় পঞ্চম টেস্টেও তাঁর খেলার সম্ভাবনা নেই। সূত্রের খবর, চিকিৎসা করাতে লন্ডনে গিয়েছেন রাহুল। প্রসঙ্গত, গোড়ালির চোটের জন্য ওয়ান ডে বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের বাইরে মহম্মদ শামি এবং সম্প্রতি লন্ডনেই তাঁর অস্ত্রোপচার করানো হয়েছে। রাহুলেরও সেখানেই চিকিৎসা চলছে বলে খবর।


আইপিএলের শুরুর দিকে কি খেলতে পারবেন রাহুল? তিনি শুধু লখনউ সুপার জায়ান্টসের গুরুত্বপূর্ণ ক্রিকেটারই নন, দলের অধিনায়কও। গত আইপিএলের সময়ই ফিল্ডিং করার সময় কোয়াড্রিসেপস মাসলে চোট পেয়েছিলেন। তখন জানা গিয়েছিল, তাঁর পেশির তন্তু ছিঁড়েছে। পরে সেখানে অস্ত্রোপচার করাতে হয়। একটা সময় তিনি নাকি এতটাই ভেঙে পড়েছিলেন যে, বোর্ডকে এ-ও জানান তিনি কবে মাঠে ফিরতে পারবেন বা আদৌ চোট কাটিয়ে উঠতে পারবেন কি না, তা নিয়ে আত্মবিশ্বাসী হতে পারছেন না। 


আইপিএলে রাহুলের দল লখনউ সুপার জায়ান্টস শিবির অবশ্য শুরু থেকে তাঁকে পাওয়ার ব্যাপারে আশাবাদী। আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ। ২৪ মার্চ জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথম ম্যাচ লখনউয়ের। সেই ম্যাচে রাহুল খেলতে পারবেন বলেই মনে করা হচ্ছে। আর না পারলে? এখনও একশো শতাংশ ফিট নন তিনি। বিকল্প চিন্তাভাবনাও তৈরি রাখতে হতে পারে লখনউ সুপার জায়ান্টসকে।           


আরও পড়ুন: বোর্ডের বার্ষিক চুক্তিতে একাধিক নতুন মুখ, ঢুকে পড়লেন বাংলার মুকেশ ও কেকেআরের রিঙ্কুও


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে