পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘আমার মতে, ভারতীয় ক্রিকেটে বদল এনেছে আইপিএল। ভারতের তরুণ খেলোয়াড়রা আইপিএল-এ বিশ্বের সেরা ক্রিকেটারদের সঙ্গে খেলা এবং একই ড্রেসিংরুম ভাগ করে নেওয়ার সুযোগ পেয়ে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তৈরি হয়ে গিয়েছে। ওরা আন্তর্জাতিক ক্রিকেটের চাপ নিতে তৈরি। ক্রিকেটকেই বদলে দিয়েছে আইপিএল। আশা করি পাকিস্তান সুপার লিগও একইভাবে বদল আনবে। ইতিমধ্যেই বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার উঠে এসেছে। প্রচুর দর্শকের সামনে সেরা আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে একই দলে বা বিপক্ষে খেললে চাপ নেওয়া শেখা যায়।’
আফ্রিদি আরও বলেছেন, ‘তরুণ ক্রিকেটারদের আগে ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ দেওয়া উচিত। তারপর তারা আন্তর্জাতিক ক্রিকেট খেলুক। আমি যতদিন ফিট আছি এবং ভাল পারফরম্যান্স দেখাতে পারছি, ততদিন বিভিন্ন টি-২০ লিগে খেলে যাব। শুধু দলে নাম থাকাই যথেষ্ট নয়, ভাল খেলাও জরুরি।’