মুম্বই: সব ধরনের ক্রিকেটকেই বিদায় জানালেন শ্রীলঙ্কার ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ফাস্ট বোলার মঙ্গলবার তাঁর জুতো জোড়া তুলে রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। অবসরের এই সিদ্ধান্ত ঘোষণা করতে গিয়ে লাসিথ মালিঙ্গা বলেছেন, সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। আমার এই যাত্রাপথে যাঁরা সমর্থন  দিয়ে এসেছেন, তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞ। আগামী দিনগুলিতে আমি আমার অভিজ্ঞতা তরুণ ক্রিকেটারদের মধ্যে সঞ্চারিত করতে চাই। 


তাঁর এই বক্তব্য থেকে পরিষ্কার, খুব শীঘ্রই তাঁকে বোলিং কোচের ভূমিকায় দেখা যেতে পারে। এরইমধ্যে আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স এই চ্যাম্পিয়ন বোলারকে আবেগপূর্ণ বিদায়বার্তা জানিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স অভিনব উপায়ে মালিঙ্গাকে বিদায়বার্তা জানিয়েছে। তারা ট্যুইটারে মালিঙ্গার একটি ছবি শেয়ার করেছে, সেখানে তাঁকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন কায়রন পোলার্ড। 



Lasith Malinga Retirement: "এবার আমার জুতোগুলি বিশ্রাম নেবে", অবসর ঘোষণা মালিঙ্গার


এই ছবি শেয়ার করে মুম্বই ইন্ডিয়ান্স লিখেছে, ব্যাটসম্যানদের গোড়ালিতে মারাত্মক ইয়র্কার আছড়ে ফেলা থেকে কাঁধে বসা, মালি টি ২০ ক্রিকেটে সমস্ত কিছুই অর্জন করেছেন। টি ২০ ক্রিকেটকে তিনি বিদায় জানালেন। আমাদের তাঁকে শুধু একটা কথাই বলার আছে, তোমাকে ধন্যবাদ, মালি। 


RCB Covid19 Initiative: আইপিএলে কেকেআরের বিরুদ্ধে লাল নয়, নীল জার্সিতে নামছেন কোহলিরা, কারণ জানাল আরসিবি


রেকর্ড পাঁচবার আইপিএলে মুম্বইয়ের চ্যাম্পিয়ন হওয়ায় ক্ষেত্রে অন্যতম কারিগর মালিঙ্গা। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বল হাতে চমকপ্রদ পারফরম্যান্স রয়েছে মালিঙ্গার। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১৭০ টি উইকেট নিয়েছেন তিনি। আইপিএলে সর্বাধিক উইকেট সংগ্রহের রেকর্ড রয়েছে মালিঙ্গার দখলে। তাঁর সেরা বোলিং ১৩ রানে পাঁচ উইকেট। 
আন্তর্জাতিক ক্রিকেটেও অসাধারণ কিছু রেকর্ডের মালিক মালিঙ্গা। এরমধ্যে রয়েছে পরপর চার বলে চার উইকেট নেওয়ার কৃতিত্ব। একদিনের ক্রিকেটি তিনটি সহ আন্তর্জাতিক ক্রিকেটে মোট পাঁচবার হ্যাটট্রিক করেছেন তিনি।