বেঙ্গালুরু : গতকাল আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে ব্যাটে ও ফিল্ডিংয়ে নজর কেড়েছেন বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু তাঁর পারফরম্যান্স দলকে জয় এনে দিতে পারেনি।
ব্যাট করতে নেমে কোহলির ৪৪ বলে ৬৮ রানের দুরন্ত ইনিংসে ভর করে ১৭৫ রান তোলে বেঙ্গালুরু। এরপর ফিল্ডিংয়ের সময়ও বেশ কয়েকবারই দলের কাছে দৃষ্টান্ত স্থাপন করেন কোহলি। তাঁর ফিল্ডিং ভিড়ে ঠাসা এম চিন্নাস্বামী স্টেডিয়ামের দর্শকদের উচ্ছ্বসিত প্রশংসা আদায় করে নেয়। ব্যতিক্রম ছিলেন না গ্যালারিতে থাকা আরও একজন। তিনি কোহলির স্ত্রী বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা।







নাইটদের ইনিংসের একেবারে শেষলগ্নে ১৯ তম ওভারে লং অনে দুরন্ত ক্যাচে দীনেশ কার্তিককে ডাগ-আউটে ফেরত পাঠান কোহলি। ম্যাচ তখন হাতের বাইরে চলে গিয়েছে। তাই সেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেননি কোহলি। তবে গ্যালারিতে বসে স্বামীর এই দুরন্ত ফিল্ডিং দারণ উপভোগ করেছেন অনুষ্কা। তা তাঁর ছবি থেকেই স্পষ্ট।
গতকাল আইপিএলে ৩৩ তম অর্ধশতরান করেন কোহলি।