চেন্নাই: বোমা ফাটিয়েছিলেন আর অশ্বিন (Ravichandran Ashwin)। চেন্নাই সুপার কিংস ডেওয়াল্ড ব্রেভিসকে সই করানোর ক্ষেত্রে অবৈধ পন্থা অবলম্বন করেছিল বলে ইঙ্গিত করেছিলেন কিংবদন্তি স্পিনার। যিনি নিজে ছিলেন সিএসকে শিবিরের বড় অস্ত্র।

অশ্বিনের সেই দাবিকে 'বাজে কথা' বলে উড়িয়ে দিল চেন্নাই সুপার কিংস। অশ্বিন দাবি করেছিলেন যে, ২০২৫ সালের আইপিএলে ব্রেভিসকে সই করানোর জন্য CSK ফ্র্যাঞ্চাইজি গোপনে বেশি টাকার লেনদেন করেছে। আসলে চেন্নাই দলের গুরজাপনিৎ সিংহের বদলি দরকার ছিল, তাঁর জায়গায় গত মরসুমে ডেওয়াল্ড ব্রেভিস খেলেছিলেন। অশ্বিন দাবি করেন যে, অনেক দল এই তরুণ দক্ষিণ আফ্রিকান ব্যাটারকে তাদের দলে নিতে চেয়েছিল, কিন্তু চেন্নাই সুপার কিংস বেশি টাকার প্রস্তাব দিয়ে ব্রেভিসকে তাদের দলে নেয়। এটিকে সোশ্যাল মিডিয়ায় 'ফ্রড ডিল'ও বলা হয়েছে।

চেন্নাই সুপার কিংস সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে নিজেদের অবস্থান ব্যাখ্যা করল। অশ্বিনের দাবিকে মিথ্যা বলেছে সিএসকে। দলের এক্স হ্যান্ডলে পোস্ট করে CSK ফ্র্যাঞ্চাইজি লিখেছে, "ডেওয়াল্ড ব্রেভিস IPL প্লেয়ার নিয়মাবলীর ক্লজ ৬.৬ মেনেই পরিবর্ত প্লেয়ার হিসাবে সই করেছেন। ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করতে চায় যে, ব্রেভিসকে নিয়ম মেনে সই করানো হয়েছে।"

ডেওয়াল্ড ব্রেভিসকে IPL 2025-এ CSK দল ২ কোটি ২০ লক্ষ টাকায় তাদের দলে অন্তর্ভুক্ত করে। এই একই পরিমাণ টাকা দিয়ে চেন্নাই গুরজাপনিৎ সিংহকে নিলামে কিনেছিল। IPL-এর ক্রিকেটার পরিবর্তনের নিয়ম বলে যে, কোনও খেলোয়াড়কে তার চেয়ে বেশি টাকা দেওয়া যাবে না, যত টাকায় দলটি আহত খেলোয়াড়কে নিলামে কিনেছিল। এছাড়াও, যদি কোনও প্লেয়ারকে মরশুমের মাঝামাঝি সময়ে পরিবর্ত হিসাবে আনা হয়, তবে দলের বাকি ম্যাচগুলির হিসাব করে তাঁর প্রাপ্য টাকার পরিমাণ কমানো হবে।

অশ্বিনের কোন মন্তব্যে বিতর্ক সৃষ্টি হয়েছিল?

নিজের ইউটিউব চ্যানেলে রবিচন্দ্রন অশ্বিন বলেছিলেন, "ডেওয়াল্ড ব্রেভিসের জন্য IPL 2025-এর দ্বিতীয়ার্ধ বেশ ভাল কেটেছিল। আমি শুনেছি যে ২-৩টি দল ব্রেভিসকে তাদের দলে নিতে চেয়েছিল, কিন্তু তারা বেশি টাকা দিতে রাজি ছিল না। এখানে CSK প্রবেশ করে ব্রেভিসকে সই করিয়ে নেয়। ব্রেভিসের দাবি ছিল, 'আমি এখন দলে এসেছি এবং ভাল খেলছি, তাই আমার মূল্য বাড়বে। তাই আমাকে সেই ভিত্তিতে টাকা দেওয়া হোক।' CSK দর কষাকষি করে তরুণ খেলোয়াড়কে তাদের দলে নিতে সফল হয়েছে। এখন দেখুন, CSK-এর কাছে ব্রেভিসের মতো তুরুপের তাস এসেছে।"