মুম্বই : হঠাৎ ঘোষণায় চমকে দিয়েছিলেন সকলকে। যদিও কয়েক মুহূর্ত বাদেই 'অবসর' প্রত্যাহার আম্বাতি রায়াডুর। শনিবার দুপুরে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) সিনিয়ার সদস্য আম্বাতি রায়াডু (Ambati Rayadu) হঠাৎই টুইটারে (Twitter) এটাই তাঁর শেষ আইপিএল (IPL 2022) বলে জানান। যার পরই ৩৬ বছরের ক্রিকেটারের অবসরের (retrirement) জোরালো জল্পনা শুরু হয়ে যায়। যদিও তার কিছুক্ষণের মধ্যেই তিনি সেই ট্যুইট ডিলিট করে দেন।


রায়াডুর ট্যুইটে জল্পনা


চলতি আইপিএল-ই তাঁর শেষ জানিয়ে ট্যুইট করে অবসর জল্পনা উসকে দিয়েছিলেন আম্বাতি রায়াডু। তিনি ট্যুইটে লেখেন, 'আনন্দের সঙ্গে জানাচ্ছি, এটাই আমার শেষ আইপিএল। গত ১৩ বছর ধরে দুই দুরন্ত দলের অঙ্গ হিসেবে কেটেছে। দারুণ এই যাত্রাপথের জন্য মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসকে কৃতজ্ঞতা জানাতে চাইব।' যে ট্যুইটের পরই শুরু হয়ে যায় রায়াডুর অবসরের জোরদার জল্পনা। যদিও ট্যুইট করার ঘণ্টাখানেকের মধ্যে সেটি ডিলিট করে তিনি।




চেন্নাই শিবির ওড়াল অবসর জল্পনা


আম্বাতি রায়াডুর অবসরের জল্পনা পরে চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষের পক্ষ থেকে খারিজ করে দেওয়া হয়। প্রসঙ্গত, এই প্রথম নয় যখন রায়াডু অবসরের ঘোষণা করলেন। ২০১৯ সালে একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপের ভারতীয় দলে সুযোগ না পেয়ে অবসরের ঘোষণা করেছিলেন তিনি। যদিও পরে সেই সিদ্ধান্ত বদলে আইপিএল খেলতে ফেরেন এই ব্যাটার।


খারাপ ফর্ম


আম্বাতি রায়াডুর ও চেন্নাই সুপার কিংসের চলতি আইপিএলে খারাপ পারফরম্যান্সের জেরে আবেগপ্রবণ হয়ে তিনি এমন ট্যুইট করেছেন কি না, সেই নিয়ে জল্পনা চলছে। প্রসঙ্গত, চলতি আইপিএলে ১২ ম্যাচে মাত্র ২৭.১০ গড়ে ২৭১ রান করেছেন তিনি। এদিকে, চারবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই শিবির এবারের অভিযানে ১২ ম্যাচের মধ্যে ৮টিতেই হেরেছে।


আরও পড়ুন- বিশাল ছক্কা গিয়ে সোজা পড়ল বৃদ্ধের মাথায়, দেখুন ভিডিও