মুম্বই : কার্যত অঘটন। ব্রাবোর্ন স্টেডিয়ামে (Braboune stadium) ম্যাচ চলাকালীন যে ঘটনাই আপাতত সোশাল মিডিয়ায় ভাইরাল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ও পাঞ্জাব কিংসের (Punjab Kings) ম্যাচের মাঝে যে ঘটনা ঘটে। রজত পাতিদারের (Rajat Patidar) বিশাল ছক্কা গিয়ে সোজা পড়ে স্ট্যান্ডে দাঁড়ানো এক বৃদ্ধের মাথায়। যার পরই ওই ক্রিকেট ভক্তের সুশ্রুষার দরকার পড়ে। মাথায় বলের আঘাতে তিনি যে রীতিমতো অস্বস্তিতে, তা ধরা পড়ছিল বয়স্ক ওই ব্যক্তির অভিব্যক্তিতে।


ঠিক কী হয়েছে


রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও পাঞ্জাব কিংস (Bangalore versus Punjab) ম্যাচে ব্যাঙ্গালোর শিবির রান তাড়া করার সময় নবম ওভারের ঘটনা। হরপ্রীত ব্রারের বলে বিশাল ছক্কা হাঁকান ব্যাঙ্গালোরের রজত পাতিদার। ১০২ মিটারের যে বিশাল ওভার বাউন্ডারি সোজা গিয়ে পড়ে স্ট্যান্ডে বসা এক বয়স্ক ক্রিকেটভক্তের মাথায়। যে ঘটনার জেরে স্বাভাবিকভাবেই সকলেই চিন্তিত হয়ে পড়েন। আর সেই ঘটনাক্রমের ভিডিও-ই সোশাল মিডিয়ায় হয়েছে ভাইরাল।






 


ব্যাঙ্গালোর বনাম পাঞ্জাব ম্যাচ


ব্যাঙ্গালোর অবশ্য ম্যাচে পাঞ্জাবের খাড়া করা বড় স্কোর তাড়া করতে ব্যর্থ হয়। ম্যাচটি আরসিবি ৫৪ রানের ব্যবধানে হেরেছে। প্রথমে ব্যাট করতে নেমে জনি বেয়ারস্টো ও লিয়াম লিভিংস্টোনের জোড়া অর্ধশতরানের ভর করে ৯ উইকেটে নির্ধারিত ২০ ওভারে ২০৯ রান তোলে পাঞ্জাব শিবির। জবাবে ব্যাট করতে নেমে ১৫৫ রানেই থেমে যায় ব্যাঙ্গালোর শিবির। ডু প্লেসিও ১০ রান করে ফিরে যান। রজত পাতিদার ২৬ রান ও গ্লেন ম্যাক্সওয়েল ৩৫ রান করে ফেরেন। এই জয়ের সুবাদে ১২ ম্যাচে ১২ পয়েন্টে পৌঁছে গেল পাঞ্জাব কিংস।


আরও পড়ুন- আরসিবিকে হারাল পাঞ্জাব, দেখে নিন আজকের আইপিএলের গুরুত্বপূর্ণ খবরের এক ঝলক