মুম্বই: আইপিএলের বাকি অংশ কবে আর কোথায় হবে, তা নিয়ে যেন জল্পনার শেষ নেই। এবার জোরালভাবে উঠে এল ইংল্যান্ডের নাম। করোনার জন্য স্থগিত করে দিতে হয়েছিল আইপিএল। ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। কিন্তু এই দুটি প্রতিযোগিতাই আয়োজন করতে মরিয়া ভারতীয় ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই করতে চায় তারা। সৌরভ গঙ্গোপাধ্যায়-জয় শাহদের বোর্ডের ইঙ্গিত, আইপিএল-এর জন্য প্রথম পছন্দ ইংল্যান্ড। না হলে বিকল্প হিসেবে সংযুক্ত আরব আমিরশাহি এবং শ্রীলঙ্কাকে রাখতে চাইছে বোর্ড।


তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই আয়োজন করতে চায় বোর্ড। সেক্ষেত্রে যদি দুটি শহরে আয়োজন করতে হয়, তাতেও পিছপা হবে না বিসিসিআই। একান্তই যদি করোনা পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে সংযুক্ত আরব আমিরশাহিকে বিকল্প হিসেবে ভেবে রাখা হয়েছে। আগামী ২৯ মে বিশেষ সাধারণ সভা (এসজিএম) ডেকেছে বোর্ড। সেখানে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।


২৯টি ম্যাচ হওয়ার পর স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল। টুর্নামেন্টের বাকি ৩১টি ম্যাচ আয়োজনের ক্ষেত্রে ইংল্যান্ডই প্রথম পছন্দ বোর্ডের। ১৮-২২ জুন নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর জো রুটের ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। সেই সিরিজের সূচিতে সামান্য বদল আনা হতে পারে। যদি ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড সূচিতে বদল আনতে রাজি হয়, তাহলে আইপিএল ইংল্যান্ডে হওয়ার প্রবল সম্ভাবনা। কারণ তাতে ইসিবি-র আর্থিক লাভের সম্ভাবনা থাকছে। তবে আয়োজনের খরচ বেড়ে গেলে ফ্র্যাঞ্চাইজিগুলি রাজি না-ও হতে পারে। তখন আমিরশাহি বা শ্রীলঙ্কার কথা ভাবা হবে।


এদিকে, ভারতে খেলতে আসার সময়েই শুধু নয়, অজি ক্রিকেটারদের মলদ্বীপে কিংবা নিজেদের দেশ অস্ট্রেলিয়ায় ফিরে কোয়ারেন্টিনের যাবতীয় খরচ  বহন করছে ভারতীয় বোর্ড। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নিক হকলে এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।