লখনউ: কেউ বলছেন, চূড়ান্ত অবজ্ঞা, অপমান, উপেক্ষা। আবার কারও মতে, এটা হওয়ারই ছিল।
প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে সরিয়ে দেওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যে বিরাট আর এক পরিবর্তন হল কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবিরে। নীরবে সরিয়ে দেওয়া হল দলের পেস বোলিং কোচকে। মনে করিয়ে দেওয়া যাক, কেকেআরের পেস বোলিং কোচ কিন্তু যে কেউ নন, ভরত অরুণ (Bharat Arun)। ভারতীয় ক্রিকেটের হাঁড়ির খবর রাখেন, এমন সকলেই জানেন যে, ভারতীয় ক্রিকেটে কী অপরিসীম গুরুত্ব অরুণের। রবি শাস্ত্রীর আমলে যিনি ছিলেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ। যশপ্রীত বুমরা থেকে মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, ভারতের পেস আক্রমণ যা গোটা বিশ্বের সমীহ আদায় করে নিয়েছিল, তার নির্মাণ হয়েছিল ভরত অরুণের হাত ধরেই।
তবে পণ্ডিতকে কোচের পদ থেকে সরানোর পর তবু একটা বিবৃতি দেওয়া হয়েছিল শাহরুখ খান-জুহি চাওলার দলের তরফে। বলা হয়েছিল, নতুন দিগন্ত উন্মোচন করবেন পণ্ডিত। তিনি কেকেআরের প্রধান কোচের পদ থেকে অব্যহতি নিচ্ছেন। এখন যা ট্রেন্ডে পরিণত হয়েছে। অর্থাৎ, আদপে কোচ ছাঁটাই। কিন্তু তা ভদ্রতার মোড়কে। যেন সরে দাঁড়ানোর সিদ্ধান্ত কোচের নিজের নেওয়া।
কিন্তু ভরত অরুণের ক্ষেত্রে সেটাও করা হল না। বস্তুত, কেকেআরের সোশ্যাল মিডিয়া পেজে ভরত অরুণের সরে যাওয়ার প্রসঙ্গ টেনে কোনও পোস্টই হল না। না দেওয়া হল কোনও বার্তা, না ধন্যবাদ। ভরত অরুণের কেকেআর ছাড়ার কথা জানা গেল লখনউ সুপার জায়ান্টসের একটা পোস্টে। লখনউ সুপার জায়ান্টস ভরত অরুণের ছবি সহ বিবৃতি দিল, দলের বোলিং কোচ হচ্ছেন তিনি। সঙ্গে লেখা হল, অন্যতম সেরা বোলিং কোচকে দায়িত্ব দেওয়া হচ্ছে।
যা দেখে অনেকে হতবাক। আইপিএলে ভরত অরুণের মতো হাই প্রোফাইল কোচকে সরিয়ে দেওয়ার পরেও যেভাবে গোটা বিষয়ে মুখে কুলুপ নাইট শিবিরে, তা যেন অনেকের বিশ্বাসই হচ্ছে না।
কোচ পণ্ডিত ও বোলিং কোচ অরুণ, পরপর দুজনের চাকরি গেল। শেষ আইপিএল জয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ারকে আগেই ছেঁটে ফেলেছিল কেকেআর। ২০২৫ সালের আইপিএল ভাল যায়নি নইটদের। দলে এবার ঢেলে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে নাইট টিম ম্যানেজমেন্ট।