লখনউ: আগামী দু বছরের জন্য লখনউ সুপারজায়ান্টসে যোগ দিতে পারেন ভরত অরুণ। গত আইপিএলে কেকেআর শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। কিন্তু তাঁর অধীনে গত মরশুমে কেকেআরের বোলিং লাইন আপ খুব একটা আহামরি পারফরম্য়ান্স দিতে পারেনি। তাই কেকেআর ছেড়ে দিতে পারেন অরুণ। রবি শাস্ত্রী যখন ভারতীয় ক্রিকেট দলের কোচ ছিলেন, সেই সময় দলের বোলিং কোচের ভূমিকায় দেখা গিয়েছিল অরুণকে।
২০২৪ সালে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে আইপিএল জিতেছিল কেকেআর। সেই দলের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। কোচ ছিলেন চন্দ্রকান্ত পণ্ডিত ও বোলিং কোচ ছিলেন ভরত অরুণ। সেবার দলে ছিলেন মিচেল স্টার্কের মত পেসার। এছাড়া তরুণ পেসার হর্ষিত রানার পারফরম্য়ান্সও নজর কেড়েছিল। কিন্তু ডোয়েন ব্র্যাভো মেন্টর হিসেবে কেকেআর শিবিরে যোগ দেওয়ার পর তিনিই বোলিংয়ের বিষয়টি নজর রাখছিলেন। তাই হয়ত নিজেই সরে যেতে চাইছেন ভরত অরুণ। এই পরিস্থিতিতে লখনউ শিবির নাকি দু বছরের জন্য ভরত অরুণের সঙ্গে চুক্তি করে নিয়েছে। যদিও সরকারিভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি এখনও।
লখনউ সুপারজায়ান্টসের মেন্টর হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন জাহির খান। তবে তাঁর সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়াচ্ছে না দল, এমনটাই খবর। গত মরশুমে লখনউয়ের পারফরম্য়ান্স ভাল ছিল না। এমনকী দলের অন্দরে জাহিরের সঙ্গে নাকি বেশ কিছু প্লেয়ারের মতবিরোধও তৈরি হয়েছিল। ১ বছরের চুক্তিতেই লখনউ সুপারজায়ান্টসে ছিলেন জাহির। অন্য়দিকে হেডকোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করতে চলেছে লখনউ। লখনউয়ের বাকি কোচিং স্টাফ ল্যান্স ক্লুজনার, জন্টি রোডস, প্রবীন তাম্বেদের সঙ্গে হয়ত এখনই সম্পর্ক ছিন্ন করছে না।
কেকেআরে পথ চলা শেষ চন্দ্রকান্ত পণ্ডিতের
মঙ্গলবারই সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল যে চন্দ্রকান্ত পণ্ডিত আর কেকেআরের কোচ হিসেবে নতুন মরশুমে দায়িত্ব সামলাবেন না। বিবৃতিতে জানানো হয়েছে, ''চন্দ্রকান্ত পণ্ডিত স্যার নতুন কিছু ভেবেছেন। তাই নতুন কিছু করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আর কেকেআরের প্রধান কোচ হিসেবে কাজ করতে চান না। তাঁর অমূল্য অবদানের জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকব। চন্দ্রকান্ত পণ্ডিতের কোচিয়ে কেকেআর ২০২৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। তিনি একটি শক্তিশালী এবং লড়াকু দল তৈরি করেছিলেন। তাঁর নেতৃত্ব এবং শৃঙ্খলা আমাদের দলকে প্রভাবিত করেছিল। তাঁর ভবিষ্যতের জন্য আমাদের শুভকামনা থাকল। এক জন নাইট, সব সময় নাইট। কলকাতা সব সময় আপনার ঘর থাকবে।''