দুবাই : টি-২০ ক্রিকেটে নতুন নজির গড়লেন ক্রিস গেইল। প্রথম ব্যাটসম্যান হিসেবে কুড়ির মঞ্চে হাজার ছক্কা হাঁকালেন ইউনিভার্স বস।
রাজস্থান রয়্যালস ম্যাচে মাত্র এক রানের জন্য শতরান ফসকান গেইল। কিন্তু তাঁর ৬৩ বলে ৯৯ রানের ইনিংস সাজানো ছিল সাতটি বিশাল ছক্কা দিয়ে। সপ্তম ওভার বাউন্ডারির সাহায্যেই টি-২০তে প্রথম ব্যাটসম্যান হিসেবে গেইল তাঁর হাজারতম ছক্কাটা হাঁকান। মাত্র ৪১০ ম্যাচে যে কীর্তি গড়ে ফেলেছেন তিনি।
কুড়ি-কুড়ির মঞ্চে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর কারিগরদের তালিকায় ক্যারিবিয়ানদের রমরমা। টি-২০'তে সবথেকে বেশি ছক্কা হাঁকানো পাঁচ ব্যাটসম্যানের মধ্যে তিনজনই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার। যে তালিকায় সবার ওপরে গেইল। তার পরে রয়েছেন কিয়েরন পোলার্ড। তিনি ৫২৪ ম্যাচ খেলে ফেললেও ছক্কার তালিকায় অবশ্য গেইলের থেকে বেশ পিছিয়ে। টি-২০'তে পোলার্ডের ছক্কার সংখ্যা ৬৯০।
টি-২০'তে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটসম্যানদের তালিকায় তিন, চার ও পাঁচ নম্বরে রয়েছেন যথাক্রমে ব্রেন্ডন ম্যাককুলাম (৩৭০ ম্যাচে ৪৮৫ ছক্কা), শেন ওয়াটসন (৩৪৩ ম্যাচে ৪৬৭ ছক্কা) ও আন্দ্রে রাসেল (৩৩৯ ম্যাচে ৪৪৭ ছক্কা)। তবে চলতি আইপিএলে দুরন্ত ছন্দের সুবাদে আপাতত শিরোনামে গেইল।
আইপিএলের মাঝপথ থেকে খেলার সুযোগ পেয়ে এখনও পর্যন্ত ৬ ম্যাচে ২৭৬ রান করেছেন গেইল। তিনটি অর্ধশতরান সহ হাঁকিয়েছেন মোট ২৩ ছক্কা। এবারের আইপিএলের সর্বোচ্চ ছক্কা হাঁকানোর তালিকাতে আপাতত গেইল দুই নম্বরে। ১৩ ম্যাচে ২৫ ছক্কা মেরে যে তালিকায় সবার উপরে নিকোলাস পুরান।
শতরান ফসকেও অনন্য নজির গেইলের, টি-২০'তে আর কারও নেই এই কীর্তি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Oct 2020 12:55 PM (IST)
সপ্তম ওভার বাউন্ডারির সাহায্যেই টি-২০'তে প্রথম ব্যাটসম্যান হিসেবে গেইল তাঁর হাজারতম ছক্কাটা হাঁকান।
NEXT
PREV
আইপিএল (ipl) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -