ঢাকা: তিনি ইউনিভার্স বস। তাঁর ব্যাটে চার-ছক্কার ফুলঝুরি ছোটে। কিন্তু আইপিএলে খেলবেন না ক্রিস গেল (Chris Gayle)। জানিয়ে দিয়েছেন, তিনি নিলামে অংশ নেবেন না।


সেই গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (BPL) দুরন্ত ছন্দে। শনিবার খুলনা টাইগার্সের বিরুদ্ধে ৩৪ বলে বিধ্বংসী ৪৫ রান করলেন। তাঁর ইনিংসে ছিল চারটি বাউন্ডারি ও জোড়া ছক্কা। তিনিই দলের সর্বোচ্চ স্কোরার। তাঁর ব্যাটের দাপটে ফরচুন বরিশাল ১৭ রানে ম্যাচ জিতল।


যা দেখার পর গেল-ভক্তদের হাহুতাশ বাড়ছে। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা আইপিএলে গেল-ঝড় দেখতে পাবেন না বলে মুষড়ে পড়েছেন। অনেকেই আবার সোশ্যাল মিডিয়ায় গেলকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছেন। 


ব্যাট হাতে ছিলেন বিপক্ষ বোলারদের আতঙ্ক। আইপিএলের (IPL) ইতিহাসে অন্যতম বিধ্বংসী ব্যাটার। আসন্ন মেগা নিলামের তালিকাতে অবশ্য নিজেকে রাখলেন না ৪২ বছর বয়সী ক্যারিবিয়ান তারকা ক্রিস গেল (Chris Gayle)।


গতবারের আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে ১০টি ম্যাচ খেলেছিলেন গেল। তবে একটিও অর্ধশতরান করতে পারেননি। আইপিএলের ১৪তম মরসুমে ২১.৪৪ গড়ে রান করেছিলেন মাত্র ১৯৩। যদি না কারও বদলি হিসেবে পরে সুযোগ পান তাহলে ২০০৯ সালের পর এই প্রথম আইপিএল খেলা হবে না গেলের। যা জানার পর থেকেই মন খারাপ গেল-ভক্তদের। অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে, এবারের আইপিএল ইউনিভার্স বস-কে ছাড়া জৌলুস হারাবে।


আগামী আইপিএলে নিলামে অংশ নেওয়ার জন্য নাম লিখিয়েছেন মোট ১২১৪ জন ক্রিকেটার। এদের মধ্যে ৮৯৬ জন ভারতীয় এবং ৩১৮ জন বিদেশি। মোট ৪১ জন ক্রিকেটার রয়েছেন আইসিসির অ্যাসোসিয়েট দেশের সদস্য। ৮৯৬ ভারতীয়র মধ্যে জাতীয় দলে খেলেছেন ৬১ জন। বিদেশিদের মধ্যে জাতীয় দলে খেলেছেন ২০৯ জন। ভারতের আনক্যাপড ক্রিকেটারদের মধ্যে ১৪৩ জন আগে আইপিএলে খেলেছেন। আনক্যাপড বিদেশিদের মধ্যে আগে আইপিএলে খেলেছেন ৬ জন।


এই বিরাট তালিকা থেকে ছাঁটাই করে বিসিসিআই ছোট একটি তালিকা তৈরি করবে। সেই তালিকা ধরেই আগামী মাসে বেঙ্গালুরুতে নিলামের (IPL Auction) আসর বসবে। নিলামে নামার আগে সবচেয়ে বেশি অর্থ থাকছে পাঞ্জাব কিংসের হাতে। তারা নামবে ৭২ কোটি টাকা নিয়ে। ৬৮ কোটি টাকা নিয়ে নিলামে নামছে সানরাইজার্স হায়দরাবাদ। রাজস্থান রয়্যালস নামছে ৬২ কোটি টাকা নিয়ে। লখনউ দলের হাতে রয়েছে ৫৮ কোটি টাকা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হাতে আছে ৫৭ কোটি টাকা। ৫২ কোটি টাকা নিয়ে নিলামে নামবে আমদাবাদ ফ্র্যাঞ্চাইজি। কেকেআর, চেন্নাই এবং মুম্বইয়ের হাতে আছে ৪৮ কোটি টাকা করে। দিল্লির হাতে আছে ৪৭.৫ কোটি টাকা।


ডিআরএসের সুবিধা পেলে এক লক্ষ রান করতেন সচিন! বলছেন প্রবল প্রতিপক্ষ