নয়াদিল্লি: করোনা যুদ্ধে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ঋষভ পন্থ। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল ভারত। মাঝপর্বেই বন্ধ হয়ে গিয়েছে আইপিএল। দিল্লি ক্যাপিটালস শিবির থেকে দিল্লি ফিরেছেন দলের অধিনায়ক ঋষভ পন্থ। আর ফিরেই তিবনি সামিল হলেন করোনা যুদ্ধে। দেশে অতিমারি পরিস্থিতি মোকাবিলায় আর্থিক সাহায্য করলেন রুরকির বাঁহাতি ব্যাটসম্যান। তবে কত অর্থ তিনি দিয়েছেন, সেটা খোলাখুলি কিছু বলেননি। ট্যুইট করে ঋষভ জানিয়েছেন, তাঁর প্রদেয় অর্থ অক্সিজেন-সহ বেড, পিপিই কিট কেনার কাজে খরচ হবে।
শ্রেয়স আইয়ার কাঁধে চোট পেয়ে ছিটকে যাওয়ার পর এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব বর্তায় পন্থের ওপর। সেই দায়িত্ব তিনি ভালভাবেই পালন করেছেন। আইপিএলে স্থগিত হয়ে যাওয়ার সময় পয়েন্ট টেবিলের ওপরের দিকেই ছিল দিল্লি। টুর্নামেন্ট অর্ধসমাপ্ত থাকলেও মাঠে নেমে পড়েছেন পন্থ। তবে এবারের লড়াইটা অনেক কঠিন। কারণ, প্রতিপক্ষ করোনার মতো মারণ ভাইরাস। যার জন্য এবার আর্থিক সহায়তা করলেন ঋষভ।
সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, 'দেশ একটা ভীষণই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এবং আমি গভীরভাবে মর্মাহত। আমর নিজেরও কিছু ব্যক্তিগত ক্ষতি হয়েছে। যে সমস্ত পরিবার বিগত এক বছরে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে, স্বজন হারিয়েছে, তাদের প্রতি গভীর সমবেদনা। মৃতদের আত্মার শান্তি কামনা করি।' তিনি যোগ করেছেন, 'খেলার মাঠ আমাকে শিখিয়েছে এক লক্ষ্যে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করা। গত এক বছরের কঠিন এই সময়ে যাঁরা সামনের সারিতে থেকে কাজ করেছেন, তাঁদের কুর্ণিশ জানাই। তবে অভূতপূর্ব এই সময়ে দেশের স্বার্থে সকলকে এগিয়ে আসতে হবে। আমি হেমকুন্ত ফাউন্ডেশনকে আর্থিক সাহায্য় করছি। এই টাকা অক্সিজেন-সহ বেড ও পিপিই এবং অন্যান্য সুরক্ষা সরঞ্জাম কিনতে খরচ করা হবে।'
এর আগে প্যাট কামিন্স থেকে শুরু করে বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, ক্রিকেট মাঠের একাধিক তারকা করোনা যুদ্ধে অর্থসাহায্য করেছেন।