মুম্বই: পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে গতকাল দিল্লি ক্যাপিটালস (Delhi Caitals)। নতুন ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেওয়ার পর থেকেই একের পর এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলছেন। এবারের টুর্নামেন্টে এখনও পর্যন্ত তিনটি অর্ধশতরা হাঁকিয়েছেন। গতকাল ৩০ বলে ৬০ রানের ইনিংস খেলেন ওয়ার্নার। যার সুবাদে পাঞ্জাব কিংসকে ৯ উইকেটে হারিয়ে দেয় দিল্লি ক্যাপিটালস।
ওয়ার্নার কী বলছেন?
দিল্লি ক্যাপিটালসের হয়ে এখনও পর্যন্ত দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী ওয়ার্নার। তাঁর আগে শুধু রয়েছেন পৃথ্বী শ। কিন্তু অজি ওপেনারের সন্তানরা না কি তাদের বাবার পারফরম্যান্স নিয়ে একদমই খুশি নয়। ৪ ইনিংসে ৬৩.৬৬ গড়ে রান করেছেন। তবুও কেন তাঁর সন্তানের বাবার ব্যাটিং পছন্দ হচ্ছে না? গতকাল ম্যাচের পর ওয়ার্নার জানিয়েছেন যে তাঁর তিন মেয়ে এখন জস বাটলারের ব্যাটিংয়ে মজেছেন। রাজস্থান রয়্যালসের ওপেনিং ব্যাটারের মতো কেন ব্যাট করতে পারছে না বাবা, তা জানতে চাইছে ওয়ার্নারের সন্তানরা।
ওয়ার্নার বলছেন, ''আমার সন্তানরা শুধু আমার কাছে জানতে চাইছে যে কেন আমি শতরান করতে পারছি না। আর তারাও এটাও বলছে যে জস বাটলারের মতো কেন খেলতে পারছি না। ও যেভাবে ছক্কা হাঁকাচ্ছে, আমি কেন তা পারছি না। আমি এখানে ভীষণ ইতিবাচক থাকার চেষ্টা করছি। পৃথ্বীর সঙ্গে পার্টনারশিপ উপভোগ করছি।''
পাঞ্জাব বধ দিল্লির
দিল্লি ক্যাপিটালসের (DC) বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় পাঞ্জাব কিংসের (PBKS)। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১১৫ রানে অল আউট হয়ে গিয়েছিলেন ময়ঙ্ক অগ্রবালরা (Mayank Agarwal)। দিল্লির বোলারদের সামনে কার্যত আত্মসমর্পণ পাঞ্জাব কিংসের ব্যাটারদের। ম্যাচ জিততে গেলে মাত্র ১১৬ রান করতে হতো ঋষভ পন্থদের (Rishabh Pant)। প্রায় ১০ ওভার বাকি থাকতে যা তুলে নিলেন ডেভিড ওয়ার্নার-পৃথ্বী শ-রা। দুজনই ঝোড়ো ব্যাটিং করেছেন। ওয়ার্নার হাফসেঞ্চুরি করে।
আরো পড়ুন: আইপিএল চলাকালীনই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় পোলার্ডের