দুবাই: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরকে ৬ উইকেটে হারিয়ে আইপিএলের প্লে অফে পৌঁছে গেল দিল্লি ক্যাপিটালস। তবে হারলেও, রান রেট অন্যান্য দলগুলোর চেয়ে ভাল হওয়ায় প্লে অফে পৌঁছে গেল আরসিবিও। দিল্লির ১৪ ম্যাচে হল ১৬ পয়েন্ট। শ্রেয়স আইয়ারদের নেট রান রেট -০.১০৯। ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট বিরাট কোহলিদের। তাঁদের রান রেট -০.১৭২। মুম্বই ইন্ডিয়ান্স আগেই পৌঁছে যাওয়ায় প্লে অফের চার দলের মধ্যে তিনটি পাকা।


মঙ্গলবার নির্ধারিত হবে কলকাতা নাইট রাইডার্সের ভাগ্য। কারণ, এদিন মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ। কেকেআর ও হায়দরাবাদ, দু দলের মধ্যে যে কোনও একটি যাবে প্লে অফে। কীভাবে খুলে যেতে পারে কেকেআরের প্লে-অফ দরজা?

ছোট্ট অঙ্ক। মুম্বইয়ের কাছে হারতে হবে হায়দরাবাদকে। তাহলেই চতুর্থ দল হিসাবে প্লে অফে যাবে কেকেআর। তাদের পয়েন্ট ১৪। ১২ পয়েন্টে আটকে যাবে হায়দরাবাদ। আর হায়দরাবাদ জিতলে? প্লে অফে যাবেন ডেভিড ওয়ার্নাররা। কেকেআরের সঙ্গে তাঁদের পয়েন্ট সমান (১৪) হলেও। কারণ, নেট রান রেটে অনেক এগিয়ে হায়দরাবাদ (+০.৫৫৫)। নাইট শিবির তাই মুম্বইয়ের জয়ের জন্য প্রার্থনা করবে।

সোমবার প্রথমে ব্যাট করে আরসিবি তুলেছিল ১৫২/৭। ৪১ বলে ৫০ রান দেবদত্ত পড়িক্কলের। এ বি ডিভিলিয়ার্স ২১ বলে ৩৫ ও বিরাট কোহলি ২৪ বলে ২৯ রান করেন। তিন উইকেট এনরিক নোখিয়ার।

জবাবে শিখর ধবন (৪১ বলে ৫৪) ও অজিঙ্ক রাহানের (৪৬ বলে ৬০) হাফসেঞ্চুরিতে ভর করে ৬ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি। বাংলার শাহবাজ আমেদ ২ উইকেট পেয়েছেন। এনরিকে নোখিয়া ম্যাচের সেরা হয়েছেন।