দুবাই: ঘরোয়া ক্রিকেট খেলো। তাহলেই ছন্দে থাকবে। আর পরের আইপিএলেও ব্যাট হাতে জ্বলে উঠবে।


পরামর্শদাতার নাম সুনীল মনোহর গাওস্কর। আর যাঁর উদ্দেশে কিংবদন্তির এই পরামর্শ, সেই মহেন্দ্র সিংহ ধোনি জানিয়ে দিয়েছেন যে, পরের আইপিএলেও খেলবেন তিনি।

চেন্নাই সুপার কিংস চলতি আইপিএলে প্লে অফে উঠতে ব্যর্থ। টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথমবার ধোনি ব্রিগেডকে প্লে অফে দেখা যাবে না। সিএসকে-র শেষ ম্যাচের পরই জল্পনা শুরু হয়, ধোনি কি আইপিএলে তাঁর শেষ ম্যাচ খেলে ফেললেন! তবে ধোনি জানিয়েছেন, পরের আইপিএলেও দেখা যাবে তাঁকে।

সুনীল গাওস্কর বলেছেন, ‘নেটে প্র্যাক্টিস করা ভাল। তবে ওর যা বয়স, তাতে রিফ্লেক্স কমবে। বয়সের সঙ্গে সঙ্গে টাইমিংয়ে প্রভাব পড়ে। বাকি কিছু পাল্টায় না। আয়নায় হয়তো একইরকম দেখতে লাগবে। ওজনও কমতে পারে। জিম করে ফিটনেস আরও বাড়তে পারে। তবে টাইমিংয়ের সমস্যা তাতে মেটে না। বলের কাছাকাছি পৌঁছে শট খেলাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ তারপরই গাওস্করের পরামর্শ, ‘ওকে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। নেটে কখনওই ম্যাচের মতো অনুভূতি আসে না। ও যত প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলবে, তত লাভবান হবে। যদি ঘরোয়া ক্রিকেটে খেলে, তাহলে ধোনি পরের আইপিএলে চারশো রান করবে।’