আবু ধাবি: আইপিএল ২০২১ খেলবেন মহেন্দ্র সিং ধোনি। জল্পনা উড়িয়ে নিজে মুখেই মাহি জানিয়ে দিলেন যে কথা।

ইতিমধ্যে প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়া চেন্নাই সুপার কিংস এবারের আইপিএলে রবিবার তাদের শেষ ম্যাচে খেলতে নেমেছে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে। যেখানে টস করতে আসা ধোনির কাছে প্রশ্নটা ছুঁড়ে দেওয়ার সুযোগ ছাড়েননি ধারাভাষ্যকার ড্যানি মরিসন।

এবারের মরশুমের শেষ ম্যাচটাই কী হলুদ জার্সিতে তাঁর শেষ ম্যাচ ? জানতে চান ড্যানি। যার উত্তরে একগাল হেসে ধোনির ছোট্ট জবাব ‘একেবারেই নয়।' আর ধোনির যে উত্তর পেয়েই উচ্ছ্বাস চেন্নাই ভক্তদের মধ্যে।



চলতি আইপিএল মরশুমে পারফরম্যান্সের গ্রাফ একেবারে নিম্নগামী হলেও জনপ্রিয়তার নিরীখে যে মাহি ম্যাজিকে এক ফোঁটাও মরচে পড়েনি সেটাও ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সিএসকে সিইও কাশী বিশ্বনাথও জানিয়ে দিয়েছেন, পরের মরশুমেও ৩৯ বছরের ধোনিই থাকবেন তাদের অধিনায়কের হটসিটে।