দুবাইঃ সুপার ওভারের রোমহর্ষক মুহূর্ত। বোলিং এন্ড থেকে দৌড়ে আসছেন লসিথ মালিঙ্গা অথবা জসপ্রীত বুমরা। এমন ছবি দেখতে আমরা সবাই অভ্যস্ত। জাতীয় দলের জার্সিতেও এই দুজনকে বেশ কয়েকবার দেখা গিয়েছে সুপার ওভারে বল করতে। মালিঙ্গা এবার না থাকলেও বুমরাকে এবারও হয়ত মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএলে দেখা যাবে সুপার ওভারে সেই দায়িত্ব সামলাতে। তবে আরসিবি শিবিরে সেই দায়িত্বে দেখা যেতে পারে বাংলার হয়ে রঞ্জি খেলা আকাশ দীপকে।
আইপিএলের দ্বিতীয় পর্বে অংশ নিতে অন্যান্য দলগুলোর মতো এই মুহূর্তে আমিরশাহিতে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও। সেখানেই প্রস্তুতি কেমন চলছে তার খোঁজ নিয়েছিল এবিপি লাইভ। জানা গেল, আসন্ন ম্যাচগুলোয় বাংলার আকাশ দীপকে সুপার ওভারে বল করানোর ভাবনাচিন্তা রয়েছে টিম ম্যানেজমেন্টের। প্রস্তুতি পর্বে দুটো প্র্যাকটিস ম্যাচ খেলেছে বিরাটের দল। সেখানে একটা ম্যাচ সুপার ওভারে গড়ায়, তখন সুপার ওভারে বল করার দায়িত্ব বর্তায় আকাশ দীপের ওপরই। ২৪ বছরের তরুণ পেসারকে দেখে নাকি খুব খুশি হয়েছেন দলের ব্যাটিং লাইন আপের ২ স্তম্ভ এবি ডেভিলিয়ার্স ও গ্লেন ম্যাক্সওয়েল। আকাশকে কাছে ডেকে প্রশংসাও নাকি করেছেন। যদিও বিরাট এখনও শিবিরে যোগ দিতে পারেননি। কোয়ারেন্টিন পর্ব কাটিয়ে শুক্রবারই প্রস্তুতিতে নামার কথা তাঁর। এরপরই হয়ত আকাশের সঙ্গে কথা বলবেন ব্যক্তিগতভাবে।
উল্লেখ্য, গত বছর রাজস্থান রয়্যালসের নেট বোলার ছিলেন। এবারও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেট বোলার হিসেবেই দুবাইয়ে উড়ে গিয়েছিলেন আকাশ দীপ। কিন্তু ভাগ্য বদলে যায় ওখানেই। ওয়াশিংটন সুন্দর চোট পেয়ে ছিটকে যাওয়ার পরই আরসিবি স্কোয়াডে ঢুকে পড়েন আকাশ। ২০১৯-২০ মরসুমে রঞ্জিতে বাংলার হয়ে যুগ্ম সর্বাধিক উইকেট শিকারী আকাশের এর আগেও সুপার ওভারে বল করার অভিজ্ঞতা রয়েছে। এবার কি তবে আইপিএলেও সেই ছবি দেখা যাবে? কে জানে।