IPL 2020, RCB vs SRH Fantasy 11 Prediction: আইপিএলে আজ মুখোমুখি ব্যাঙ্গালোর-হায়দরাবাদ: দেখে নিন দু দলের সম্ভাব্য প্রথম একাদশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Sep 2020 06:34 PM (IST)
Fantasy Playing 11 Sunrisers Hyderabad vs Royal Challengers Bangalore IPL 2020 UAE: টুর্নামেন্টে সোমবারই অভিযান শুরু করছে দুই দল।
দুবাই: আজ, সোমবার আইপিএলে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদ। অধরা ট্রফির খোঁজে অভিযান শুরু করছেন বিরাট কোহলিরা। তাঁদের দলেও এবার অনেক পরিবর্তন। নেওয়া হয়েছে এক ঝাঁক নতুন মুখ। অন্যদিকে হায়দরাবাদ নেতৃত্বের ভার তুলে দিয়েছে ডেভিড ওয়ার্নারের হাতে। টুর্নামেন্টে সোমবারই অভিযান শুরু করছে দুই দল। কেমন হতে চলেছে আরসিবি ও এসআরএইচের সম্ভাব্য প্রথম একাদশ, আসুন দেখে নেওয়া যাক। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অ্যারন ফিঞ্চ বিরাট কোহলি (অধিনায়ক) দেবদত্ত পাড়িকল/পার্থিব পটেল এ বি ডিভিলিয়ার্স গুরকিরাত সিংহ মান ডেল স্টেইন ওয়াশিংটন সুন্দর শিবম দুবে যুজবেন্দ্র চাহল নবদীপ সাইনি ক্রিস মরিস সানরাইজার্স হায়দরাবাদ ডেভিড ওয়ার্নার জনি বেয়ারস্টো কেন উইলিয়ামসন বিরাট সিংহ আব্দুল সামাদ/ঋদ্ধিমান সাহা বিজয় শঙ্কর রশিদ খান মণীশ পাণ্ডে ভুবনেশ্বর কুমার সিদ্ধার্থ কৌল খলিল আমেদ