চেন্নাই: ২০৭ রানের লক্ষ্য একেবারেই সহজ ছিল না। বড় রান তাড়া করতে গিয়ে প্রয়োজন ছিল ভাল শুরুর। তবে না গুজরাত টাইটান্সের ওপেনাররা, না মিডল অর্ডার ব্যাটাররা, কেউই বড় রান করতে পারলেন না। ধারাবাহিক উইকেট হারিয়ে ১৪৩ রানেই শেষ হল গুজরাতের লড়াই। ঘরের মাঠে ৬৩ রানে দ্বিতীয় ম্যাচ জিতল সিএসকে (CSK vs GT)। বল হাতে সিএসকে ফাস্ট বোলাররাই আটটি উইকেট নেন। সিএসকে জেতায় চলতি আইপিএল (IPL 2024) মরশুমে হোম টিমের জয়ের ধারা অব্যাহত রইল।  


সিএসকের হয়ে নতুন বল হাতে শুরুটা দারুণভাবে করেন দীপক চাহার। পাওয়ার প্লেতেই দুই গুজরাত ওপেনার শুভমন গিল এবং ঋদ্ধিমান সাহাকে যথাক্রমে আট ও ২১ রানে ফেরান তিনি। পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়ে ৪৩ রান তোলে গুজরাত। মাঝের ওভারগুলিতেই গুজরাত টাইটান্স ক্রমশ পিছিয়ে পড়তে থাকে। বিজয় শঙ্কর ১২ বলে ১২ রান করেন। ডারিল মিচেলের বলে স্ট্রেট ড্রাইভ মারতে গিয়ে ব্যর্থ হন বিজয়। ডান দিকে ঝাঁপিয়ে চোখধাঁধানো ক্যাচ ধরেন ধোনি। তাঁকে দেখে কে বলবে, তাঁর বয়স ৪২।


একদিকে যেখানে নিরন্তর ব্যবধানে উইকেট পড়ছিল, সেখানে অপরদিকে সাই সুদর্শন একাই কার্যত লড়াই করছিলেন। তবে সাই সুদর্শনও ৩৭ রানে মাথিশা পাথিরানার বলে সাজঘরে ফেরেন। ডেভিড মিলার শুরুটা ভাল করেও ২১ রানে ফেরেন। আজমাতুল্লা ওমারজ়াইয়ের সংগ্রহ ১১ রান। রাহুল তেওয়াটিয়া অতীতে অবিশ্বাস্য সব ম্যাচ জিতিয়েছেন বটে, তবে এদিন তাঁর ব্যাটে বলে ঠিকঠাক সংযোগই হয়নি। ১১ বলে তাঁর সংগ্রহ মাত্র ছয় রান। মুস্তাফিজুর রহমান তাঁকে আউট করেন। রশিদ খান করেন মাত্র এক রান।


কোনও সময়ই গুজরাতকে ম্যাচের রাশ নিজেদের হাতে নিতে পারেনি। শেষমেশ ২০ ওভারে আট উইকেটে ১৪৩ রানে শেষ হয় তাঁদের লড়াই। মুস্তাফিজুর, তুষার ও দীপক দুইটি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন মিচেল ও পাথিরানা। সিএসকে নিজেদের পরের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। গুজরাতে প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। আপাতত দুই ম্যাচে দুই জয়ের সুবাদে সিএসকে পয়েন্ট তালিকার শীর্ষে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: বুড়ো হাড়ে ভেল্কি! বাজপাখির মতো ছোঁ মেরে ক্যাচ ধরলেন ধোনি, হতবাক নেটপাড়া