মুম্বই: পাঞ্জাব কিংসের (Punjab Kings) জার্সিতে এবারের আইপিএলে (IPL) খেলতে দেখা যাচ্ছে রাহুল চাহারকে। রাইজিম পুণে সুপারজায়ান্টস দলের হয়ে আইপিএলে অবিষেক হলেও পরে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়ে বেশিরভাগ সময়টা খেলেছেন এই তরুণ লেগি। কিছুদিন আগেই বিবাহবন্ধনেও আবদ্ধ হয়েছেন। এবার লেডি লাককে সঙ্গী করেই পাঞ্জাবের হয়ে আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করতে চান রাহুল। অনিল কুম্বলের কোচিংয়ে নিজেকে উজার করে নিতে চান রাহুল। কী বলছেন তিনি?


অনিল কুম্বলের সঙ্গে কাজের অভিজ্ঞতা


আমি যখন প্রথম খবর পেলাম যে পাঞ্জাব কিংস আমাকে নিতে পারে, তখনই আমি উত্তেজিত ছিলাম অনিল কুম্বলে স্যারের সঙ্গে দেখা করার জন্য। উনি ছোটবেলা থেকে আমার আইডল। আপনারা যদি আমাদের ক্রিকেটের ইতিহাসে নজর রাখেন, তবে দেখতে পাবেন যে লেগস্পিনার হিসেবে ভারতীয় ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের মালিক তিনিই। 


অধিনায়ক ও পাঞ্জাব শিবির


এই দলটা আমার কাছে নতুন দলের দলের অনেককেই আমি খুব ভালভাবে চিনি। অনূর্ধ্ব১৯ বিশ্বকাপ থেকে তাঁদের সঙ্গে আমি খেলে এসেছি। তাই টিম বন্ডিংটা ভীষণ শক্ত হয়। অর্শদীপ আমাকে অনেকদিন ধরেই চেনে। আমরা প্রচুর ম্যাচও একসঙ্গে খেলেছি। অধিনায়ক ময়ঙ্ক অগ্রবালকেও আমি ভালমতোই চিনি। গত ৩-৪ বছরের ওর সঙ্গে অনেক ম্যাচ খেলেছি ভারতী এ দলের হয়ে। তাই পারস্পরিক বোঝাপড়াটা খুব ভাল। 


লাকি চার্ম


২০১৭ সালে রাইজিং পুণে সুপারজায়ান্টস দলের হয়ে আইপিএলে অভিষেকের পর সেই বছরই দল ফাইনাল খেলে। এরপর টানা ৪ বছর মুম্বই ইন্ডিয়ান্সে খেলেছেন। এর মধ্যে ২ বছর ট্রফি জিতেছে দলটি। চাহার বলছেন, ''এর আগে যেই দলেই খেলেছি সেই দলই ফাইনাল খেলেছে। রাইজিং পুণে সুপারজায়ান্টস দলে খেলেছি। সেই দল ফাইনাল খেলেছে। এরপর মুম্বই ইন্ডিয়ান্সে খেলেছি, ২ বার চ্যাম্পিয়ন হয়েছি। এবার পাঞ্জাবের পালা। আশা করি ভালই হবে সব।''