মুম্বই : প্রথম ম্যাচটা ভাল হয়নি দুই পক্ষেরই। শুরু হয়েছে হার দিয়ে। কাজেই আজ যে জয়ের জন্য লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) বা চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ঝাঁপাবে তা বলার অপেক্ষা রাখে না। উন্মুখ দুই দলের সমর্থকরাও। তবে, উভয় দলই চাইছে, জ্বলে উঠুক তাদের টপ অর্ডার।


ম্যাচে নামার আগে চেন্নাই সুপার কিংসের কাছে সুখবর। টিমে প্রত্যাবর্তন হচ্ছে মইন আলির। অন্যদিকে, মিডল অর্ডারে দীপক হুডা, তরুণ আয়ুষ বাদোনি ও ক্রুণাল পাণ্ড্য-র দিকে তাকিয়ে লখনউ সুপার জায়ান্টস। কারণ, এর আগে টপ অর্ডার ব্যর্থ হওয়ার পর রাশ ধরেছিলেন তাঁরাই। কাজেই, সিএসেকে-র বিরুদ্ধে ম্যাচের আগে এই মিডল অর্ডারই আত্মবিশ্বাস জোগাচ্ছে কে এল রাহুলকে।


একইভাবে চেন্নাই সুপার কিংসের টপ অর্ডার- রুতুরাজ গাইকোয়াড, রবীন উত্থাপ্পা, ডেভন কনওয়ে ও আম্বাতি রায়াডু প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন। যদিও দুরন্ত অর্ধ শতরান করে সেই ক্ষতে প্রলেপ দেন ধোনি। 


বোলারদের ক্ষেত্রে, ভাল পারফর্ম করতে হবে লখনউ সুপার জায়ান্টসের অবেশ খানকে। তবে, ভাল অবস্থায় পাওয়া যাচ্ছে রবি বিষ্ণোইকে। যদিও মাঝের ওভারগুলিতে আরও বুদ্ধি খাটিয়ে বল করতে হবে তাঁকে। অন্যথা ফয়দা তুলে নিতে পারে সিএসকে-র ধ্বংসাত্মক ব্যাটিং অর্ডার।


অন্যদিকে ডোয়েন ব্রাভো ছাড়া বাকি বোলারদের জ্বলে উঠতে হবে সিএসকে ব্রিগেডের। বিশেষ করে পাওয়ার প্লে ওভারে। ব্যাটে-বলে দুটোতেই পারফর্ম করতে হবে রবীন্দ্র জাদেজাকে। তাঁর অধিনায়কত্বও স্ক্যানারে রয়েছে।


লখনউ সুপার জায়ান্টস : কেএল রাহুল, ইভিন লিউস, কুইন্টন ডি কক, মণীশ পাণ্ডে, দীপক হুডা, ক্রুণাল পাণ্ড্য, মহসিন খান, আয়ূষ বাদোনি, দুষ্ম্যন্ত চামিরা, রবি বিষ্ণোই, আবেশ খান।


চেন্নাই সুপার কিংস : রুতুরাজ গাইকোয়াড, রবীন উত্থাপ্পা, মইন আলি, আম্বাতি রায়াডু, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি, ডোয়েন ব্রাভো, মিচেল সাতনার, তুষার দেশপাণ্ডে ও আদম মিলনে।