নয়াদিল্লি: গতকাল রাতেই GST নিয়ে (GST Rate) কাউন্সিলের বৈঠকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১২% ও ২৮% GST স্ল্যাব তুলে দেওয়া হয়েছে। তবে ৫%, ১৮% স্ল্যাবের পাশাপাশি, Sin and luxury Goods-এর জন্য ৪০% স্ল্যাবের অনুমোদন দিয়েছে কাউন্সিল। এই নতুন স্ল্যাবের জন্য একদিকে যেমন চকোলেট, কফি, সংরক্ষিত মাংস, কর্নফ্লেক্স, ছোট গাড়ি, ৩৫০ সিসির সমান বা তার কম মোটরসাইকেলের দাম কমেছে, তেমন কিন্তু বেশ কিছু জিনিসের দামও বেড়েছে। দুর্ভাগ্যবশত এর মধ্যেই পড়ছে লাইভ ম্যাচ দেখার টিকিটও।
এতদিন পর্যন্ত আইপিএলের কোনও ম্যাচ দেখতে হলে টিকিটমূল্যে ২৮ শতাংশ জিএসটি দিতে হত। তবে সেই জিএসটির পরিমাণ ২৮ থেকে বেড়ে ৪০ শতাংশ করা হয়েছে। এর ফলেই ক্যাসিনো, বিভিন্ন লাক্সারি দ্রব্যাদির পাশাপাশি লাইভ ম্যাচ দেখার টিকিট দামও বাড়তে চলেছে। কোনও আইপিএল টিকিটের দাম যদি আগে ১০০০ টাকা ধার্য করা হত, তাহলে ১৮ শতাংশ জিএসটি দিয়ে সেই টিকিটের দাম পড়ত ১২৮০ টাকা। তবে জিএসটি পরিকাঠামো বদলানোয় এবার থেকে তা ১৪০০ টাকা পড়বে। ৫০০ টাকার টিকিটে ৬৪০ টাকার বদলে ৭০০ টাকা দিতে হবে।
তাহলে কি এবার থেকে ভারতীয় দলের ক্রিকেট ম্য়াচ দেখতে গেলেও বাড়তি টাকা দিতে হবে? উত্তর না। সব ধরনের ক্রিকেট ম্যাচের টিকিটের দাম কিন্তু বাড়ছে না। সাধারণ ক্রিকেট ম্য়াচে আগে যেমন ১৮ শতাংশ জিএসটি পড়ত, এখনও তেমনই জিএসটি পড়বে। তবে আইপিএলকে প্রিমিয়াম স্পোর্টিং ক্যাটাগরিতে রাখা হয়েছে, ফলে এটি লাক্সারি বিভাগে পড়ে যায়। সেই কারণেই এই মেগা টুর্নামেন্টের টিকিটেরই দাম বাড়তে চলেছে। শুধু যে টিকিটের দামই বাড়বে, তাই নয়। এই নতুন পরিকাঠামোয় স্টেডিয়াম চার্জ এবং অনলাইনে টিকিট বুকিংয়ের জন্যও বাড়তি টাকা দিতে হবে দর্শকদের। অর্থাৎ সব মিলিয়ে মহার্ঘ আইপিএলের টিকিট।
তবে একদিকে যেমন আইপিএলের ম্যাচের টিকিটের দাম বাড়ছে, সেখানে প্রেক্ষাগৃহে সিনেমা দেখার জন্য কিন্তু দর্শকদের বাড়তি টাকা গুণতে হবে না। এক্ষেত্রে আগের মতোই ১৮ শতাংশ জিএসটি দিতে হব, বরং ১০০ টাকার কম দামের টিকিটে জিএসটি কমছে। ১০০টাকা অবধি টিকিটে ১৮ নয়, মাত্র পাঁচ শতাংশ জিএসটি দিতে হবে।
GST-র এই বদলের প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। বড় ছাড়ের ঘোষণার পরেই তেজি শেয়ার বাজার। বাজার খুলতেই চড়ল সেনসেক্স। বাড়ছে নিফটিও। ডলারের তুলনায় বাড়ল টাকার দাম।