মুল্লাপুর: ২০২১ সালে টুর্নামেন্ট শেষে তাঁর মাথাতেই উঠেছিল পাপর্ল ক্যাপ (IPL 2024 Purple Cap)। সেই হর্ষল পটেল (Harshal Patel) ফের একবার আইপিএলে সর্বোচ্চ উইকেটসংগ্রাহকের দৌড়ে রয়েছেন। টুর্নামেন্টের ৩৭ ম্যাচ শেষে পাঞ্জাব কিংসের তারকা বোলার যুগ্মভাবে যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) সঙ্গে সর্বোচ্চ উইকেটসংগ্রাহক।


মরশুমটা পাঞ্জাব কিংসের জন্য একেবারেই আহামরি কাটছে না। আট ম্যাচে মাত্র দুইটি জয় পেয়ে লিগ তালিকায় নয় নম্বরে রয়েছে পাঞ্জাব কিংস। গুজরাতের বিরুদ্ধে মরশুমে নিজেদের ষষ্ঠ মাঠে হারে পাঞ্জাব। একদম ছোট রান তাড়া করতে নেমে গুজরাত হেসে খেলেই রবিবার কাঙ্খিত লক্ষ্য়ে পৌঁছে যায়। ১৪৩ রান তাড়া করতে গুজরাতের ১৯.১ ওভার লাগে। তবে দলের পরাজয়ের দিনেও বল হাতে নজর কাড়লেন হর্ষল পটেল। নিজের তিন ওভারে মাত্র ১৫ রান খরচ করে তিনটি উইকেট নেন ৩৩ বছর বয়সি ফাস্ট বোলার। এর জেরেই পার্পল ক্যাপের দৌড়ে বুমরাকে টক্কর দিচ্ছেন হর্ষল। 


কী এই পার্পল ক্যাপ? আইপিএলের জন্মলগ্ন থেকে টুর্নামেন্টের সেরা ব্যাটার ও বোলারকে স্বীকৃতি দেওয়ার অভিনব এক উদ্যোগ নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারীকে দেওয়া হয় অরেঞ্জ ক্যাপ। প্রত্যেক ম্যাচের পর তা বদলেও যেতে পারে। অর্থাৎ, যখন যে দলের ক্রিকেটারের নামের পাশে সবচেয়ে বেশি রান থাকবে, তিনিই সেই মুহূর্তে পেয়ে যাবেন অরেঞ্জ ক্যাপ। একইভাবে বোলারদের জন্যও রয়েছে বিশেষ স্বীকৃতি। আইপিএলে প্রত্যেক মরশুমে সর্বোচ্চ উইকেটশিকারিকে দেওয়া হয় পার্পল ক্যাপ। অরেঞ্জ ক্যাপের মতোই পার্পল ক্যাপ নিয়েও বেশ হাড্ডাহাড্ডি টক্কর হয়। টুর্নামেন্টের শেষে যাঁর দখলে থাকে সবচেয়ে বেশি উইকেট, তিনিই পান পার্পল ক্যাপ।


আপাতত বুমরা ও হর্ষল উভয়ের দখলেই ১৩টি করে উইকেট থাকলেও, পাপর্ল ক্য়াপের শীর্ষে আপাতত এগিয়ে বুমরাই। কারণ ২১.৩৮ গড় এবং ৯.৫৮ ইকোনমির থেকে এগিয়ে রয়েছেন বুমরা। মুম্বই তারকা ১৩টি উইকেট নিয়েছেন ১২.৮৪ গড়ে এবং তাঁর ইকোনমি ছয়ের থেকেও (৫.৯৬) কম। সোমবার আবার রাজস্থানের বিরুদ্ধে মাঠে নামবে মুম্বই। সেই ম্যাচ শেষে কিন্তু অনেক হিসেব নিকেশ বদলে যেতে পারে। কারণ এই ম্যাচে বুমরা তো বটেই, পাশাপাশি পার্পল ক্যাপের দৌড়ে তিন ও চারে থাকা যুজবেন্দ্র চাহাল ও জেরাল্ড কোয়েৎজেও মাঠে নামবেন। বুমরার থেকে মাত্র দুই উইকেট কম নিয়েছেন তাঁরা। তাই সোমবারের ম্যাচ শেষে পার্পল ক্যাপের হাত বদল হতেই পারে।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: দল প্লে অফের দৌড় থেকে ছিটকে গেলেও অরেঞ্জ ক্যাপ কোহলির মাথায়, দৌড়ে আর কারা?