কলকাতা: নিলাম থেকে তাঁকে ১২ কোটি ২৫ লক্ষ টাকায় কেনার পরই জল্পনা শুরু হয়েছিল। শেষ পর্যন্ত সেটাই বাস্তবায়িত হল। শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) নতুন অধিনায়ক হিসাবে ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স (KKR)।


নিলামের শুরুতেই বড় বাজিমাত করেছিল কলকাতা নাইট রাইডার্সের (KKR)। প্রায় কুড়ি কোটি টাকা খরচ করে দুই তারকাকে দলে নিয়েছিল শাহরুখ খান-জুহি চাওলার দল। দুজনেরই ন্যূনতম দাম ছিল ২ কোটি টাকা। মুম্বইয়ের তারকা ব্যাটার শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) ১২ কোটি ২৫ লক্ষ টাকা খরচ করে কিনেছিল কেকেআর। অন্যদিকে অস্ট্রেলিয়ার অ্যাশেজ জয়ের নায়ক প্যাট কামিন্সকে (Pat Cummins) ৭ কোটি ২৫ লক্ষ টাকায় কিনে নিয়েছিল কেকেআর।


দুই তারকাকে দলে নেওয়ার সঙ্গে সঙ্গে আলোচনা শুরু হয়ে গিয়েছিল, এই দুজনের মধ্যে কেউ কি নাইটদের নতুন নেতা হতে চলেছেন! শ্রেয়স মুম্বই রাজ্য দলের অধিনায়কত্ব করেছেন। দিল্লি ক্যাপিটালসের নেতা হিসাবেই নজর কেড়েছেন। তবে চোটের জন্য তিনি ছিটকে যাওয়ার পর ঋষভ পন্থকে অধিনায়ক করেছিল দিল্লি।


অন্যদিকে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসাবে সদ্য অ্যাশেজ সিরিজ জিতেছেন কামিন্স। কেকেআরের হয়ে আগেও খেলেছেন। তিনিও নাইট নেতা হওয়ার অন্যতম দাবিদার ছিলেন।


অধিনায়ক নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন কেকেআরের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) বেঙ্কি মাইসোর (Venky Mysore)। সাফ জানিয়ে দিয়েছিলেন তাঁদের স্ট্র্যাটেজি। বেঙ্কি বলেছিলেন, 'আমাদের লক্ষ্য আগে একটা ভাল দল তৈরি করা। শুরুতেই অধিনায়ক কে হবেন, তা নিয়ে ভাবছি না। আগে আমাদের ভাল একটা দল বেছে নিতে হবে। তারপর কে অধিনায়ক হবে, সেটা নির্ধারিত হবে।'


বুধবার অধিনায়ক ঘোষিত হওয়ার পর শ্রেয়স বলেছেন, 'আমি সম্মানিত। আইপিএলে বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতির ক্রিকেটারেরা খেলে। দারুণ প্রতিভাবান এক ঝাঁক ক্রিকেটারকে নেতৃত্ব দিতে পারব ভেবে রোমাঞ্চিত।'


কেকেআরের হেড কোচ ব্রেন্ডন ম্যাকালাম বলেছেন, 'ভারতের উজ্জ্বলতম প্রতিভাদের মধ্যে একজনকে অধিনায়ক হিসাবে পেয়ে রোমাঞ্চিত। আমরা যে ধরনের ক্রিকেট খেলতে চাই তাতে শ্রেয়সের নেতৃত্ব গুরুত্বপূর্ণ হবে।'


রানে ফিরতে মরিয়া প্রস্তুতি কোহলির, তবু দু'বার উড়ল অফস্টাম্প